For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ জন কলকাতা পুলিশের কর্মী করোনা সংক্রমিত, মোট ২১৭ জন কর্মী আক্রান্ত এই রোগে

১১ জন কলকাতা পুলিশের কর্মী করোনা সংক্রমিত, মোট ২১৭ জন কর্মী আক্রান্ত এই রোগে

Google Oneindia Bengali News

সম্প্রতি কলকাতা পুলিশের ১১ জন কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এই নিয়ে মোট ২১৭ জন পুলিশ এই মারণ রোগে আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার এক শীর্ষ কর্তা জানিয়েছেন। কলকাতা পুলিশের ১১ জন করোনা সংক্রমিত কর্মী কমব্যাট ফোর্স, পুলিশ প্রশিক্ষণ স্কুল (‌পিটিএস)‌ ও বিভিন্ন পুলিশ থানার বলে জানা গিয়েছে।

১১ জন কলকাতা পুলিশের কর্মী করোনা সংক্রমিত, মোট ২১৭ জন কর্মী আক্রান্ত এই রোগে


কলকাতা পুলিশের এক আইপিএস অফিসার বলেন, '‌এই মুহূর্তে আমাদের ২১৭ জন পুলিশ কর্মীর এই মারণ রোগ ধরা পড়েছে। আমাদের বহু সহকর্মী এই রোগ থেকে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আমার মনে হয় আমার সহকর্মীরা দারুণ কাজ করছেন। আমি সকলকে বলব সুরক্ষিত থাকতে এবং যাঁরা এই রোগের সঙ্গে লড়ছেন তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’‌ এর আগে গড়ফা পুলিস থানার ১৭ জন কর্মীর কোভিড–১৯ ধরা পড়েছিল। শনিবার শহরের শেক্সপিয়র সরণি থানায় নিযুক্ত এক কনস্টেবল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় এই রোগে আক্রান্ত হন।

শহরে লকডাউন সহ কোভিড–১৯–এর বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থায় কলকাতা পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। শহরবাসী যাতে বাড়ির মধ্যে থাকেন তার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে উদ্যোগ নিয়েছেন তাঁরা। বয়স্কদের ওষুধ এনে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক পরিষেবায় পুলিশকে উদ্যোগী হতে দেখা গিয়েছে এই সময়।

এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভি করোনার দংশন কাটিয়ে ওঠার পথে! পরিসংখ্যান কী বলছেএশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভি করোনার দংশন কাটিয়ে ওঠার পথে! পরিসংখ্যান কী বলছে

English summary
Recently, 11 of Kolkata police personnel were found corona positive. A total of 217 policemen have been infected with the deadly disease, a top official said on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X