For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের কোর কমিটির বৈঠক ২১ জুন! থাকছেন না অভিষেক

২১ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। পঞ্চায়েত নির্বাচনের পর পরবর্তী সময়ের দল পরিচালনাকে সামনে রেখেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২১ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসতে চলেছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। পঞ্চায়েত নির্বাচনের পর পরবর্তী সময়ের দল পরিচালনাকে সামনে রেখেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

 তৃণমূলের কোর কমিটির বৈঠক ২১ জুন! থাকছেন না অভিষেক

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে দলকে তৃণমূল নেত্রীর যেমন বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই বেশ কয়েকটি জেলার সাংগঠনিক পর্যায়ে রদবদলেরও সম্ভাবনা রয়েছে। তবে এই কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না বলে জানা গিয়েছে। চোখের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।

পঞ্চায়েত নির্বাচনের পরে দেখা যাচ্ছে পুরুলিয়া জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলাতেই তৃণমূলের একাধিপত্য বজায় রয়েছে। তবে নদিয়া জেলাতেও কিছু সমস্যা রয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও সংগঠনে সমস্থা রয়েছে। এই তিন জেলার সাংগঠনিক পর্যায়ে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে দলীয় রূপরেখা কী হবে, তাও এদিন ঠিক করে দিতে পারেন তৃণমূল নেত্রী। যেসব জায়গায় পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে, কিংবা যেসব জায়গায় দলীয় প্রার্থীরা হেরে গেলেও, নির্দল হয়ে দাঁড়িয়ে পড়া দলেরই জয়ী প্রার্থীদের নিয়ে কী সিদ্ধান্ত হবে সে ব্যাপারটি পরিষ্কার করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছড়াও পরের মাসেই রয়েছে ২১ জুলাই-এর সমাবেশ। সেই সমাবেশ কীভাবে পালিত হবে, সে ব্যাপারেও বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল নেত্রীর তরফে।

English summary
Core committee meet of Trinamool Congress will be held on 21st June at Netaji Indore Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X