টেন্ডার বের হলেও ব্রিজ সারানোর কাজই শুরু হয়নি! দায়ী কে, উঠছে প্রশ্ন
ব্রিজ রক্ষণাবেক্ষণে সরকার একটু উদ্যোগী হলেই, বাঁচানো যেত প্রাণ। বাঁচানো যেত ব্রিজটিকেও। এপ্রিলে ব্রিজটির রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার বের হয়েছিল। পূর্ত দফতর সূত্রে খবর, প্রশাসনিক জটিলতার কারণেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজও শুরু করা যায়নি।

মাঝে মধ্যেই সেতুর ওপরে পিচ দেওয়ার কাজ হয়। সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকমাস আগে সেতুর ওপরে দু-এক জায়গায় ক্ষত মেরামত করা হয়েছিল।

যে তথ্য হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, ১৬ এপ্রিল ভবানীভবন নিউ বিল্ডিং-এর ফার্স্ট ফ্লোর-এর পিডব্লুডির অফিস থেকে এই ব্রিজের জন্য প্রায় ১৬ লক্ষ টাকার কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। যদিও সূত্রের খবর অনুযায়ী, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেকাজ করা সম্ভব হয়নি।
অন্য আরেকটি সূত্র বলছে ব্রিজের জন্য চারবার টেন্ডার ডাকা হয়েছিল। বেশ কয়েকজন ঠিকাদার তার জন্য আবেদনও করেছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, এই সেতুর গার্ডারের জন্য প্রায় সাতকোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরিকল্পনা ছিল গার্ডারের ধাতব উপাদান বদল করার। কিন্তু কাজ শুরু করা যায়নি।