For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অফিসে মন্ত্রীর ‘পার্সোনাল সেক্রেটারি’! বিতর্কের ঝড় সামলে কী জবাব বাবুলের

কেন্দ্রীয় সচিবকে এদিন পার্টি অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সু্প্রিয়-র বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করতেও। তা নিয়েই বিতর্কের ঝড়।

Google Oneindia Bengali News

নিজের 'পার্সোনাল সেক্রেটারি'কে নিয়ে পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। অভিযোগ, কেন্দ্রীয় সচিবকে এদিন পার্টি অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর পাশে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সু্প্রিয়-র বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করতেও। এরপরই প্রশ্ন ওঠে একজন কেন্দ্রীয় সচিব কী করে একটি পার্টি অফিসে গিয়ে পার্টির বৈঠকে অংশ নিতে পারেন।

বিজেপির অফিসে মন্ত্রীর ‘পার্সোনাল সেক্রেটারি’! বিতর্কের ঝড় সামলে কী জবাব বাবুলের

বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর বাবুল সু্প্রিয়-র সমালোচনা করে বলেন, 'একজন কেন্দ্রীয় মন্ত্রী পার্টি অফিসে আসতেই পারেন। তিনি তখন আসেন একজন বিজেপি নেতা হিসেবে, একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নন। কিন্তু তাঁর 'পার্সোনাল সেক্রেটারি' সবসময়ই কেন্দ্রীয় সরকারের। তিনি কখনই পার্টি অফিসে এসে বয়ান বা তথ্য দিতে পারেন না।'

মঙ্গলবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে এদিন বাবুল সুপ্রিয় বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে করেন। সেই সাংবাদিক বৈঠকে বাবুলের পাশে ছিলেন তাঁর 'পার্সোনাল সেক্রেটারি' বিজয় বিদুরি। শুধু উপস্থিতই ছিলেন না তিনি, বাবুলের কথার সমর্থনে তথ্যও প্রদান করেন। বাবুলের দেওয়া তথ্য শুধরেও দেন তিনি।

তাঁর উপস্থিতি থেকে শুরু করে তথ্যপ্রদা- সব নিয়ে সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। বিরোধীরা নিন্দা করেন এই ঘটনার। তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'অবিলম্বে ওই কেন্দ্রীয় সচিবকে সাসপেন্ড করা উচিত।' আর বিধানসভার বামপরিষদীয় দলনেতা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, 'কিছুদিন আগেই তৃণমূল সরকারের দুই সচিবকে শাসক দলের সমর্থনে নামতে দেখা গিয়েছিল আসরে। এবার কেন্দ্রের শাসক দল বিজেপিও আসরে নামিয়ে দিল কেন্দ্রীয় সচিবকে। এই তো মোদিভাই আর দিদিভাইয়ের দলের কীর্তি।'

এদিন এই প্রসঙ্গেই বাবুল সুপ্রিয় সাফাই দেন, 'আমার ব্যক্তিগত সচিব হিসেবে বিজয় বিদুরি উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু তিনি কোনও মন্তব্য করেননি। স্রেফ সরকারি একটি নথি তিনি সরবরাহ করেছেন। ন্যক্করজনকভাবে তৃণমূল কংগ্রেস দুই সচিবকে বিশ্ববাংলার সমর্থনে যেভাবে নামিয়েছিল, তা তিনি করেনি। অযথা তৃণমূলের সঙ্গে মিলিয়ে সমালোচনা করা হচ্ছে তাঁর।' বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়-র সঙ্গেই তো থাকবেন তাঁর ব্যক্তিগত সচিব। এ নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে।'

English summary
Controversy over the presence of 'Personal Secretary' of central Minister Babul Supriyo at the BJP office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X