For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশি অভিনেত্রী বিজেপিতে! অঞ্জু ঘোষের যোগদানে উঠছে প্রশ্ন

অভিনেত্রী অঞ্জু ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার দিনেই শুরু হয়ে গেল বিতর্ক। তৃণমূল-সহ অনেকের দাবি অঞ্জু ঘোষ বাংলাদেশি।

  • |
Google Oneindia Bengali News

অভিনেত্রী অঞ্জু ঘোষের বিজেপিতে যোগ দেওয়ার দিনেই শুরু হয়ে গেল বিতর্ক। তৃণমূল-সহ অনেকের দাবি অঞ্জু ঘোষ বাংলাদেশি। যদিও অভিনেত্রীর দাবি, ভারতীয়কে বিয়ে করার কারণে তিনি বর্তমানে এদেশের নাগরিক। বাংলাদেশি হয়েও কী করে দেশের রাজনৈতিক দলে নাম লেখালেন অঞ্জু ঘোষ, এই প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ সরাসরি এড়িয়ে গিয়েছেন বলেই জানাচ্ছে সংবাদ মাধ্যম।

উইকিপিডিয়ায় অঞ্জু ঘোষ

উইকিপিডিয়ায় অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষ সম্পর্কে তথ্য ঘাঁটতে গেলে উইকিপিডিয়ায় তাঁকে বাংলাদেশি বলেই পরিচয় দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার আগে তিনি ব্রাহ্মণবেড়িয়ায় ভোলানাথ অপেরার হেয় যাত্রায় নৃত্য পরিবেশন করতেন বলেও জানা যাচ্ছে। তবে সবসময় উইকিপিডিয়ার তথ্যকে প্রামাণ্য দলিল হিসেবে ধরা যায় না।

অঞ্জু ঘোষের দাবি

অঞ্জু ঘোষের দাবি

অঞ্জু ঘোষের দাবি, তিনি ভারতীয় নাগরিক। তাঁর বাবা-মা ভারতেই মারা গিয়েছেন। পাশাপাশি তাঁর আরও দাহবি পৈতৃক বাড়ি কলকাতায়। আর ভারতীয় নাগরিককে বিয়ে করায় বিবাহ সূত্রে তিনি এদেশের নাগরিক বলে দাবি করেছেন। এমনটাই জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলি। তাঁর কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলেও দাবি তাঁর।

অঞ্জু ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ

অঞ্জু ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ

এদিন অঞ্জু ঘোষের হাতে বিজেপি পতাকা তুলে দিয়ে দিলীপ ঘোষ বলেন, এবার আসন বেদের মেয়ে জ্যোৎস্না তাদের দলে যোগ দিলেন। সল্টলেকে তাঁর বাড়ির কাছেই থাকা অঞ্জু ঘোষ তাদের দলে যোগ দিতে চাইছিলেন। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, তাঁর জবাব অঞ্জু ঘোষই দেবেন বলে জানান দিলীপ ঘোষ।

ভোটের প্রচারে বাংলাদেশি অভিনেতাদের ঘিরে ছিল বিতর্ক

ভোটের প্রচারে বাংলাদেশি অভিনেতাদের ঘিরে ছিল বিতর্ক

এবার লোকসভা ভোটের প্রচারে অংশ নেওয়ায় অভিনেতা ফিরদৌস এবং গাজি নূরকে ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। বিজেপি শোরগোল করায় দুজনকেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল বিদেশ মন্ত্রক।

(ছবি সৌজন্য: এএনআই)

English summary
Controversy creates after actress Anju Ghosh joins BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X