For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রথ নিয়ে আদালতে সওয়ালে 'দ্বন্দ্ব' কংগ্রেসে! বিক্ষোভের জেরে মুখ খুললেন নেতা

পেশার ক্ষেত্রে দল ও সরকার পৃথক। কার্যত এমনটাই মন্তব্য করলেন তৃণমূল ঘনিষ্ঠ কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেকমনু সিংভি।

  • |
Google Oneindia Bengali News

পেশার ক্ষেত্রে দল ও সরকার পৃথক। কার্যত এমনটাই মন্তব্য করলেন তৃণমূল ঘনিষ্ঠ কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেকমনু সিংভি। রথযাত্রা নিয়ে হাইকোর্টে শুনানিতে রাজ্যের পুলিশের হয়ে সওয়াল করেন তিনি। এদিকে হাইকোর্টের বাইরে তাঁদের দলের সদস্য কেন তৃণমূল সরকারের হয়ে সওয়াল করছেন, তার বিরোধিতায় সরব হয় কংগ্রেসের আইনজীবী সেল। বিক্ষোভ দেখান তাঁরা।

রথ নিয়ে আদালতে সওয়ালে দ্বন্দ্ব কংগ্রেসে! বিক্ষোভের জেরে মুখ খুললেন নেতা

এপ্রসঙ্গে অভিষেক মনু সিংভি বলে তিনি তাঁর কর্তব্য করেছেন । তবে কংগ্রেস কিংবা কংগ্রেসের আইনজীবী সেল আদালতের বাইরে যা করেছে তাতে তিনি অসন্তুষ্ট। তা বুঝিয়েও দেন সিংভি।

রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধানভবনে করা সাংবাদিক বৈঠকে অভিষেক মনু সিংভি বলেন, পেশাগত কারণে তিনি তাঁর কাজ করেছেন। বিষয়টি নিয়ে তিনি কাউকে জবাবদিহি করবেন না বলেও জানিয়ে দেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই দলের একটি অংশ এই কাজ করেছে বলে ইঙ্গিত করেন সিংভি। রাজ্যে রথযাত্রা যখন শঙ্কার কারণ, সেই বিষয় নিয়েই তিনি সওয়াল করেছেন। বলেছেন অভিষেক মনু সিংভি।

এর আগেও রাজ্যের তৃণমূল সরকারের হয়ে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে সওয়াল করেচেন অভিষেকমনু সিংভি। বেশিরভাগ ক্ষেত্রে বিক্ষোভ দেখিয়েছে রাজ্য কংগ্রেসের বিভিন্ন সংগঠন। এর আগে বিমানবন্দরে তাঁকে কালো পতাকা দেখানো হয়।

English summary
Congress Workers protest against their MP Abhishekmanu Singvi in Calcutta High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X