For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪২টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস! রাজ্যে সুদিন ফেরার অপেক্ষায় সোমেন-অধীররা

রাজ্যে ভাঙা সংগঠন, তাতেও মুষড়ে পড়ছে না কংগ্রেস। সোমেন-অধীররা একাই লড়ার হুঙ্কার ছেড়েছেন রাজ্যে। ভয়ে কম্পিত না হয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রদেশ কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ভাঙা সংগঠন, তাতেও মুষড়ে পড়ছে না কংগ্রেস। সোমেন-অধীররা একাই লড়ার হুঙ্কার ছেড়েছেন রাজ্যে। ভয়ে কম্পিত না হয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রদেশ কংগ্রেস। রাজ্যের ৪২টি আসনেই এককভাবে লড়াইয়ের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন সোমেন-অধীররা। তাঁরা আবার পাশে পেয়ে গিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈকেও।

৪২টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস! রাজ্যে সুদিন ফেরার অপেক্ষায় সোমেন-অধীররা

রাহুল গান্ধীর নেতৃত্বকে মজবুত করতেই তাঁরা এবার বাংলায় প্রচারে ঝড় তুলতে চাইছেন। প্রদেশের কংগ্রেসের বিশ্বাস শীঘ্রই সুদিন ফিরবে। তার আভাস মিলতে শুরু করেছে। প্রতিদিনই কেউ না কেউ যোগ দিচ্ছেন কংগ্রেসে। মোহভঙ্গ হওয়ার পর ঘরে ফিরতে শুরু করেছেন পুরনো কর্মীরা। ফলে কংগ্রেস পায়ে বল ফিরে পাচ্ছে রাজ্যে।

[আরও পড়ুন:প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ মোদীর ][আরও পড়ুন:প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ মোদীর ]

সম্প্রতি জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। এই কর্মসূচিতে ভালে সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রদেশ নেতৃত্ব। তারপর মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে এসেছেন হাজার হাজার কর্মী। একদিন আগেই আরএসপির দু-বারের বিধায়ক আবু হাসনাত যোগ দিয়েছেন কংগ্রেসে। ফলে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি সুদিন ফেরার লক্ষণ বলে মনে করছেন সোমেন মিত্ররা।

[আরও পড়ুন:প্রিয়াঙ্কা আসায় সুবিধাই হবে, মুচকি হেসে কী অঙ্ক কষছে বিজেপি][আরও পড়ুন:প্রিয়াঙ্কা আসায় সুবিধাই হবে, মুচকি হেসে কী অঙ্ক কষছে বিজেপি]

কংগ্রেস হাইকম্যান্ড মোদীর বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা হয়ে লড়াই করার বার্তা দিলেও, প্রদেশ চায় তৃণমূলকে ছাড়া লড়তে। তৃণমূলের সঙ্গে জোটে তাদের অ্যালার্জি আছে। তারা মনে করেন তৃণমূলের সঙ্গে প্রাক নির্বাচনী জোটে যাওয়া মানে ফের নিজেদের পায়ে কুড়ল মারা। তবে বামেদের সঙ্গে জোটে যাওয়ার পখ খোলা রাখছে তৃণমূল।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটের আগে মোদীর বিদেশযাত্রায় ভাঁটা! কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা ][আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটের আগে মোদীর বিদেশযাত্রায় ভাঁটা! কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা ]

English summary
Congress wants to gives candidates in 42 seats of West Bengal. Pradesh wants to fight lonely,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X