
মোদীর কুর্তার সাইজ মমতা জানলেন কীভাবে! বিতর্ক বাড়িয়ে প্রশ্ন কংগ্রেসের
মোদী মমতার কুর্তা বিতর্কে এবার জড়িয়ে পড়ল কংগ্রেসও। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস নেতা রাজ বব্বরের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন মোদীর কুর্তার সাইজ। দিন তিনেক আগে অভিনেতা অক্ষয়কুমারের সঙ্গে সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কুর্তা ও মিষ্টি পাঠান।
|
রাজ বব্বরের আক্রমণ
কলকাতায় সাংবাদিক সম্মেলন করে রাজ বব্বর বলেন, পশ্চিমবঙ্গের দুটি জিনিস বিখ্যাত। একটি হল মিষ্টি এবং অপরটি হল কুর্তা। এখন পর্যন্ত মমতাজি একজনকে বাদ দিয়ে তাদের কিংবা অন্য কাউকে পাঠাননি। আর তিনি কুর্তার সাইজটাও জানেন। এর আগে রাজ বব্বর অবশ্য প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর ছাতি কি আদৌ ৫৬ ইঞ্চি। পশ্চিমবঙ্গে বিজেপির
বৃদ্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন বলেও অভিযোগ করেন রাজ বব্বর। রাজ্যে শাসকদলের সন্ত্রাসের অভিযোগও করেছিলেন তিনি।

সীতারাম ইয়েচুরির আক্রমণ
সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন করেন, এর আগে কি কখনও শুনেছিলেন দিদি মোদীর জন্য কুর্তা পছন্দ করছেন। কেন এটা গোপনে চলত। ঘটনাটি কুস্তি ও দস্তির প্রকৃষ্ট উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
|
মোদী-অক্ষয় কুমার সাক্ষাৎকার
বুধবার অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক অরাজনৈতিক সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, বিরোধীদের মধ্যেই তাঁর ভাল বন্ধু রয়েছেন। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেথ করেন তিনিষ শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মিষ্টি ও কুর্তা পাঠান বলেও জানিয়েছিলেন তিনি।