For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গকে নিয়ে নতুন ভাবনা রাহুলের! এআইসিসির নতুন নেতাকে দায়িত্ব

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পদ থেকে সরানো হল সিপি যোশীকে। সেই জায়গায় আনা হয়েছে অসমের সাংসদ গৌরব গগৈকে। সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পদ থেকে সরানো হল সিপি যোশীকে। সেই জায়গায় আনা হয়েছে অসমের সাংসদ গৌরব গগৈকে। সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে বলে জানা গিয়েছে। গৌরব গগৈ-এর নিয়োগে স্বাক্ষর করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক অশোক গেহলট।

পশ্চিমবঙ্গকে নিয়ে নতুন ভাবনা রাহুলের! এআইসিসির নতুন নেতাকে দায়িত্ব

সূত্রের খবর অনুযায়ী, এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত নেতা সিপি যোশীকে পরিবর্তনের জন্য অনেকদিন ধরেই দরবার করছিলেন অধীর চৌধুরী। তার আমলে পশ্চিমবঙ্গে দলের পরিস্থিতি খারাপ হলেও অধীর চৌধুরীকে এখনও পছন্দ করেন রাহুল গান্ধী। সেইজন্যই এই পরিবর্তন।

পশ্চিমবঙ্গকে নিয়ে নতুন ভাবনা রাহুলের! এআইসিসির নতুন নেতাকে দায়িত্ব

এর আগে সিপি যোশীকে নিয়ে সমস্থায় পড়েছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ২০১৭-র জুলাইয়ে রাজ্য কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়েছিলেন অধীর। কিন্তু সেখানে হাজির হননি সিপি যোশী।

তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। অধীর চৌধুরীকে সরিয়ে প্রদীপ ভ্ট্টাচার্য কিংবা দীপা দাশমুন্সিকে আনার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে তাঁকে সরানো হলে তিনিও দল ছাড়তে পারেন বলে আভাস দিয়ে রেখেছেন অধীর চৌধুরী।

গৌরব গগৈ পশ্চিমবঙ্গের নেতাদের কাছে নতুন নন। তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর ছেলে। ২০১৪-তে অসমের কালিয়াবোর থেকে নির্বাচিত সাংসদ এর আগে একাধিকবার কলকাতায় এসেছেন এবং রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন।

অন্য একটি সূত্রের মতে, রাজ্যে রাজ্যে পুরনো নেতাদের সরিয়ে নতুন নেতাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছেন রাহুল। সেই অনুযায়ী ফলও পাওয়া যাচ্ছে। সেই দিকে তাকিয়েই সিপি যোশীকে পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবরের দায়িত্ব থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই দায়িত্ব দেওয়া হল। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

English summary
Congress President Rahul Gandhi has appointed Gaurav Gogoi as AICC incharge of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X