For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কড়া টক্কর কংগ্রেস সভাপতি নির্বাচনে! থারুরের আগেই কলকাতা সফরে আসছেন খাড়গে

যত দিন এগিয়ে আসছে, কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়াই ততই তীব্র হচ্ছে। নির্বাচনের আগে প্রচারে কলকাতায় আসার কথা আগেই জানিয়েছিলেন শশী থারুর। তবে তাঁর আগেই কলকাতা সফরে আসছেন মল্লিকার্জুন খাড়গে।

Google Oneindia Bengali News

যত দিন এগিয়ে আসছে, কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়াই ততই তীব্র হচ্ছে। নির্বাচনের আগে প্রচারে কলকাতায় আসার কথা আগেই জানিয়েছিলেন শশী থারুর। তবে তাঁর আগেই কলকাতা সফরে আসছেন মল্লিকার্জুন খাড়গে। ফলে এ কথা শিরোধার্য যে কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। টক্কর দিতে শুরু করেছেন খাড়গে বনাম থারুর।

কড়া টক্কর কংগ্রেস সভাপতি নির্বাচনে! আগেই কলকাতা সফরে খাড়গে

মল্লিকার্জুন খাড়গে বনাম শশী থারুর। অভিজ্ঞতার সঙ্গে লড়াই আধুনিকতার। শেষপর্যন্ত জিতবেন কে, তা জানা যাবে ১৯ অক্টোবর ফলাফল প্রকাশের পর। তার আগে লড়াই জমে উঠেছে প্রচারে। বিনা যুদ্ধে কোনও পক্ষই ময়দান ছাড়তে রাজি নন। তাই শশী থারুর কলকাতায় প্রচারে আসার আগেই হাজির হয়ে যাচ্ছেন মল্লিকার্জুন খাড়গে।

মল্লিকার্জুন তাঁর এই পদক্ষেপে বুঝিয়ে দিলেন তিনি প্রচারেও পিছিয়ে থাকতে নারাজ। যতই তিনি আটঘাট বেঁধে কংগ্রেস সভাপতি নির্বাচনের লড়াইয়ে নামুন না কেনষ। তিনি শশী থারুরের বিরুদ্ধে 'বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী' মন্ত্রেই ভরসা রাখতে চাইছেন। থারুরকে টেক্কা দিয়ে তিনি আগে আসছেন কলকাতায়।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শশী থারুর ১২ অক্টোবর কলকাতায় আসছেন। থারুরের জন্য একটি ঘরোয়া সভার আয়োজন করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সদস্যদের বলা হয়েছে ওই সভায় অংশ নিতে। কংগ্রেস সদস্যদের কাছে নিজের কথা বলবেন শশী থারুর। তবে শশী থারুরের জন্য প্রদেশ কংগ্রেস দফতরে কোনও কর্মসূচি রাখা হয়নি।

এদিন বিশেষ সূত্রে জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস দফতরে মল্লিকার্জুন খাড়গের কর্মসূচি রাখা হয়েছে। তিনি প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন। শশী থারুরের দুদিন আগে অর্থাৎ ১০ অক্টোবরই রাজ্যে আসছেন মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এই অবস্থায় প্রশ্ন উঠে গিয়েছে, দুজনেই তো কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রার্থী। তাহলে একজনের জন্য প্রদেশ কংগ্রেস দফতরে কর্মসূচি রাখা হচ্ছে, অপরজনের জন্য নয় কেন। প্রদেশ কংগ্রেস সভাপতি একজনকে সঙ্গ দিচ্ছেন, অন্যজনকে নয় কেন? তাহলে কি গণতন্ত্র রক্ষা হচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচনে।

শশী থারুরের বিরুদ্ধে এবার কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়ছেন হেভিওয়েট মল্লিকার্জুন খাড়গে। তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ঘোষণা না হলেও বকলমে তাঁকেই ধরা হচ্ছে অফিসিয়াল প্রার্থী। শশী থারুরের ভূমিকা প্রধানত চ্যালেঞ্জারের। এবার দুই দক্ষিণ ভারতীয়ের লড়াই। টানটান উত্তেজনা রয়েছে এবার। গতবার দুই উত্তর ভারতের লড়াই জমজমাট হয়নি, এবার কংগ্রেসের সভাপতি নির্বাচনের লড়াই যে কাঠে-খড়ে হবে, তা বুঝিয়ে দিচ্ছেন শশী থারুর ও মল্লিকার্জুন খাড়গে।

English summary
Congress president Election: Mallikarjun Kharge comes in Kolkata for campaigning before Shashi Tharoor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X