For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধী জোট পিছিয়ে যাচ্ছে! সোনিয়ার নির্দেশে মমতাকে ফোন কংগ্রেসের

৩০ আগস্ট জোট-বৈঠক স্থগিত রাখা হচ্ছে। ওইদিন প্রয়াত করুণানিধির স্মরণসভার জন্যই জোট-বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

মোদী বিরোধী জোটের দামামা বাজলেও, তা সংঘটিত রূপ নেয়নি এখনও। ২০১৯-এর লক্ষ্যে জোটের বৈঠক ফের পিছিয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেল জানিয়ে দেন ৩০ আগস্ট বৈঠক স্থগিত রাখা হচ্ছে। ওইদিন প্রয়াত করুণানিধির স্মরণসভার জন্যই জোট-বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদী বিরোধী জোট পিছিয়ে যাচ্ছে! মমতাকে ফোন কংগ্রেসের

৩০ আগস্ট দিল্লিতে এই জোট-বৈঠক ছিল পূর্বনির্ধারিত। সোনিয়া গান্ধীর পৌরহিত্যে এই বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে হাজির থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু করণানিধির স্মরণসভা ওই একই দিনে পড়ে যাওয়ায় বিপত্তি বাধে। ফলে আগস্টে আর বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বিজেপি বিরোধী জোটের।

লোকসভা নির্বাচন ক্রমই এগিয়ে আসছে। কিন্তু মিশন ২০১৯-এর লক্ষ্যে রূপরেখা এখনও তৈরি করতে পারেনি বিরোধীরা। এখনও ছত্রভঙ্গ অবস্থা বিরোধীদের। সেই কারণেই দেরি না করে কংগ্রেসের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল বিরোধী জোট-বৈঠকের। ১৭টি রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এই বৈঠকে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

শুক্রবারই কংগ্রেসের তরফে আহমেদ প্যাটেল ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়। তবে পরবর্তী বৈঠকের দিন নিয়ে কিছু কথা হয়নি বলেই জানা গিয়েছে। পরবর্তী সময়ে স্থির হবে এই বৈঠকের দিন। আপাতত করুণানিধির স্মরণসভায় বিরোধী দলের নেতা-নেত্রীরা আবার মিলিত হতে পারেন।

[আরও পড়ুন : লোকসভা ভোটের আগেই কি ভাঙবে সরকার! প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য][আরও পড়ুন : লোকসভা ভোটের আগেই কি ভাঙবে সরকার! প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য]

কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে যে জোটের পথ চলা শুরু হয়েছিল, করুণানিধির স্মরণসভায় সেই ছবি ফের দেখা যেতে পারে। তারপরই দিল্লিতে চূড়ান্ত বৈঠকে বসতে পারেন বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা। কংগ্রেসের তরফে বিভিন্ন রাজ্যে জোট আলোচনা চলতে থাকলেও, সমস্ত দলগুলিকে মিলিত করে এক বৈঠক হওয়া জরুরি বলে মনে করছে নেতৃত্ব।

English summary
Congress phones to Mamata Banerjee and informs alliance meeting is postponed. Memorial of Karunanidhi held on 30 August.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X