For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিল না মিলে, হাত মিলনা চাহিয়ে' বার্তা রাহুলের দূতের, মোদী-হটানোর ডাক ব্রিগেডে

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সোনিয়া-রাহুলের দূত হয়ে এসে সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সোনিয়া-রাহুলের দূত হয়ে এসে সবাইকে একজোট হওয়ার বার্তা দিয়ে গেলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে তিনি বলেন, দেশের গণতন্ত্র বাঁচানোর জন্য, সার্বভৌমত্ব বাঁচানোর জন্য এক হওয়া জরুরি। তা না হলে মোদী-শাহ দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আমাদের চেয়ে চেয়ে দেখতে হবে। তাই হৃদয় না চাইলেও হাত মেলাতেই হবে।

মমতার মঞ্চে এক হয়ে লড়ার বার্তা দিলেন রাহুলের দূত, মোদী-হটাতে হাতে হাত

তিনি বলেন, সোনিয়াজি-রাহুলজির প্রতিনিধি হিসেবে, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। কংগ্রেস চায় সবাইকে এক করে একসঙ্গে চলতে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ কীভাবে দেশকে-সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। দেশে ব্রিদ্বষের বাতাবরণ তৈরি হয়েছে, ধর্মে-ধর্মে ভেদাভেদ, লড়াই বাধিয়ে দিচ্ছে এই সরকার।

[আরও পড়ুন:মমতার মঞ্চে এক হয়ে লড়ার বার্তা দিলেন রাহুলের দূত, মোদী-হটাতে হাতে হাত ][আরও পড়ুন:মমতার মঞ্চে এক হয়ে লড়ার বার্তা দিলেন রাহুলের দূত, মোদী-হটাতে হাতে হাত ]

কেন্দ্রের মোদী সরকার শুধু কর্পোরেটদের সুবিধা পাইয়ে দেয়। সংবিধানাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায় এই সরকার। তাই সবাইকে এক হতে হবে, সব মানুষকে এক করতে হবে। তবেই দেশ রক্ষা পাবে, দেশের সংবিধান রক্ষা পাবে। আম্বেদকরজির আদর্শকে রক্ষা করতে হবে।

[আরও পডু়ন:ব্রিগেডে মোদী বিরোধিতা, যুদ্ধ-ট্যাঙ্কে উঠে বসলেন প্রধানমন্ত্রী ][আরও পডু়ন:ব্রিগেডে মোদী বিরোধিতা, যুদ্ধ-ট্যাঙ্কে উঠে বসলেন প্রধানমন্ত্রী ]

তিনি বলেন, সেই লক্ষ্যেই আজ মানুষ এক হয়েছে। আমরা সবাই এক হয়ে লড়াই করব মোদী সরকারের বিরুদ্ধে। আমাদের স্থির বিশ্বাস, আমাদের একতার বল মোদী সরকারকে হটিয়ে দেবে। দেশকে সছিকি দিকে এগিয়ে নিয়ে যাবে।

[আরও পড়ুন:আর মোদী নন! কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, ব্রিগেড থেকে বার্তা অখিলেশের][আরও পড়ুন:আর মোদী নন! কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, ব্রিগেড থেকে বার্তা অখিলেশের]

English summary
Congress MP Mallikarjun Kharge gives message to unity against Modi. He also says India’s need change in 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X