For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘একুশে জুলাই’-ত্রাস কংগ্রেস শিবিরে, পাঁচ বিধায়কের ‘পার্থ-শরণ’ জল্পনার পারদ চড়াচ্ছে

একুশে জুলাই এলেই কংগ্রেস শিবিরে ত্রাসের সঞ্চার হয়। এবারও তার অন্যথা হয়নি। একদিকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েই চলেছেন

Google Oneindia Bengali News

একুশে জুলাই এলেই কংগ্রেস শিবিরে ত্রাসের সঞ্চার হয়। এবারও তার অন্যথা হয়নি। একদিকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েই চলেছেন, অন্যদিকে তাল মিলিয়ে ধন্দ তৈরি করে চলেছেন মুর্শিদাবাদের পাঁচ-পাঁচজন কংগ্রেস বিধায়ক। তাঁরা ঘনঘন চলে আসছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর তাতেই জল্পনার পারদ চড়ছে রাজনৈতিক মহলে।

‘একুশে জুলাই’-ত্রাস কংগ্রেস শিবিরে, পাঁচ বিধায়কের ‘পার্থ-শরণ’ জল্পনার পারদ চড়াচ্ছে

তবে কি একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে মুর্শিদাবাদের পাঁচ কংগ্রেস বিধায়ককে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। কংগ্রেস বিধায়করা ধন্দ তৈরি করেই চলেছেন। বৃহস্পতিবারই মুর্শিদাবাদের পাঁচজন বিধায়ক দেখা করে যান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবার এই সাক্ষাতের আগে কংগ্রেস পারিষদীয় দলের ঘরেও দেখা যায় তাঁদের।

তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগেই হুঙ্কার ছেড়েছিলেন মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে কেউ থাকবেন না। সবাই যোগ দেবেন তৃণমূলে। নাম না করেই বলেছিলেন কংগ্রেস বিধায়করা তৃণমূলে যোগ দেবেন শীঘ্রই। সেইমতোই যে সমস্ত কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা, তাঁরা পার্থবাবুর সঙ্গে দেখা করতে যান বাড়িতে।

এরই মধ্যে তাঁদের অনেকে আবার যোগ দেন রাহুল গান্ধীর ডাকা বৈঠকেও। যদিও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের যদিও রাহুল গান্ধীর ডাকা বৈঠকে যাননি, তবে গিয়েছিলেন ফারাক্কার বিধায়ক মইনুল হক-সহ অন্যান্যরা। গিয়েছিলেন মালদহেক বিধায়ক সাবিনা ইয়াসমিনও। তাঁরাই এদিন আবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

‘একুশে জুলাই’-ত্রাস কংগ্রেস শিবিরে, পাঁচ বিধায়কের ‘পার্থ-শরণ’ জল্পনার পারদ চড়াচ্ছে

এবং দেখা করার পর ফলাও করে তাঁরা বলেন, পরিষদীয়মন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে এসেছিলেন, আর পার্থবাবুর সঙ্গে দেখা করা মানেই কি দলবদল? মুর্শিদাবাদের আরও একজন বিধায়ক আখরুজ্জামানও দেখা করতে যান আবদুল মান্নানের সঙ্গে। তিনি দলবদলের সম্ভাবনা উড়িয়ে দেন।

[আরও পড়ুন:আচমকাই বুকে ব্যথা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে][আরও পড়ুন:আচমকাই বুকে ব্যথা, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে]

বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যও জানান, একজন বিধায়কও দল ছাড়বেন না। শুভেন্দু অধিকারী কিন্তু তাঁর অবস্থান অনড়। তিনি অধীর চৌধুরীকে একা করবেনই! যদিও আবদুল মান্নান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন-নিবেদন করে কংগ্রেসকে ধরে রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছেন বলে রাজনৈতিক মহলের অভিমত।

[আরও পড়ুন: তৃণমূল-সিপিএম ভোট-ঐক্য! বিজেপি-বিরোধী মহাজোটে অবস্থান স্পষ্ট করলেন ইয়েচুরি][আরও পড়ুন: তৃণমূল-সিপিএম ভোট-ঐক্য! বিজেপি-বিরোধী মহাজোটে অবস্থান স্পষ্ট করলেন ইয়েচুরি]

English summary
Congress MLAs of Murshidabad are in speculation after meeting with Partha Chatterjee. They can join in TMC on 21st of July, ‘
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X