For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের এলাকা উন্নয়নের তহবিলে বরাদ্দ বাড়ল না, মন্ত্রীদের বেতন দ্বিগুণ! তপ্ত বিধানসভা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার মাঝেই পেশ হল রাজ্য বাজেট। সেই বাজেটে বেতন বাড়ানোর স্পষ্ট দিশা না থাকায় বিধানসভা তপ্ত হয়ে উঠল কংগ্রেস-তৃণমূল কংগ্রেস বিধায়কদের বাকযুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার মাঝেই পেশ হল রাজ্য বাজেট। সেই বাজেটে বেতন বাড়ানোর স্পষ্ট দিশা না থাকায় বিধানসভা তপ্ত হয়ে উঠল কংগ্রেস-তৃণমূল কংগ্রেস বিধায়কদের বাকযুদ্ধে। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর সঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্রের তপ্ত বাক্য বিনিময়ে সরগরম হয়ে ওঠে রাজ্য বিধানসভা।

বিধায়কদের এলাকা উন্নয়নের তহবিলে বরাদ্দ বাড়ল না, মন্ত্রীদের বেতন দ্বিগুণ! তপ্ত বিধানসভাবিধায়কদের এলাকা উন্নয়নের তহবিলে বরাদ্দ বাড়ল না, মন্ত্রীদের বেতন দ্বিগুণ! তপ্ত বিধানসভা

কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর দাবি, রাজ্যের মন্ত্রীদের বেতন বৃদ্ধি হলেও বিধায়কদের বেচন সে অর্থে বাড়েনি। অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে বিধায়কদের বেতন অনেক কম। তারপর বিধায়কদের নিজেদের এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়নি এবারও।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ইডির মুখোমুখি! লন্ডনে সম্পত্তি নিয়ে আর্থিক দুর্নীতিতে জেরা][আরও পড়ুন: প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ইডির মুখোমুখি! লন্ডনে সম্পত্তি নিয়ে আর্থিক দুর্নীতিতে জেরা]

অধিবেশনের শেষ দিনে তা নিয়েই গর্জে ওঠেন বিরোধী বিধায়করা। এবার তাঁরা পথে নামার হুঁশিয়ারি দিয়েছে। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, বাজেটে এমএমএ ল্যাড ও বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও দিশা নেই। এমনকী মঙ্গলবার উত্তপ্ত বাক্য বিনিময় হলেও, অর্থমন্ত্রী এ ব্যাপারে কোনও আশ্বাসও দেননি।

[আরও পড়ুন: বিজেপির প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র সেওয়াগ! ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: বিজেপির প্রার্থী হচ্ছেন বীরেন্দ্র সেওয়াগ! ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে]

মনোজ চক্রবর্তী এদিন নাটকীয় ভঙ্গিতেই বলেন, এমএলএ ল্যাড বাড়ল না, বিধায়কদের বেতন বাড়ল না, অথচ কোন জাদুবলে আপনাদের মন্ত্রীদের বেতন বেড়ে দ্বিগুণ হয়ে গেল? এ প্রসঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্র মনোজের বাকপটুতার প্রশংসা করেন, কিন্তু এমএলএ ল্যাড বা বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও দিশা দেননি তিনি। এখানে উল্লেখ্য, তৃণমূলের একাংশও এমএলএ ল্যাড বা বিধায়কদের বেতন বৃদ্ধির পক্ষে।

English summary
Congress MLA demands to increase the MLA lad and MLA’s salary. He does protest of salary increased of Minister in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X