For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষের শুরু বিজেপির! কর্ণাটক থেকে রাহুলের জয়যাত্রায় আনুগত্যকে ‘স্যালুট’ কংগ্রেসের

বিজেপির শেষের শুরু হয়ে গেল কর্ণাটক থেকে। কর্ণাটকে বিজেপির আড়াই দিনের সরকারের ইস্তফাই সূচিত করবে ভারত থেকে বিজেপির পতনের পথ।

Google Oneindia Bengali News

বিজেপির শেষের শুরু হয়ে গেল কর্ণাটক থেকে। কর্ণাটকে বিজেপির আড়াই দিনের সরকারের ইস্তফাই সূচিত করবে ভারত থেকে বিজেপির পতনের পথ। যে কর্ণাটক থেকে শুরু করেছিলেন ইন্দিরা গান্ধী, সেই কর্ণাটক দিয়েই রাহুল গান্ধীর জয়যাত্রা শুরু হল মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের আনুগত্যকে স্যালুট জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

শেষের শুরু বিজেপির! কর্ণাটক থেকে রাহুলের জয়যাত্রায় আনুগত্যকে ‘স্যালুট’ কংগ্রেসের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবদুল মান্নান বলেন, কর্ণাটকে আড়াই দিনের ইয়াদুরাপ্পা সরকারের পতনের পর পদত্যাগ করা উচিত রাজ্যপালেরও। এই জয়কে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেন তিনি। অভিযোগ করেন, বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়েছিল। আমাদের আস্থা ছিল বিচারব্যবস্থার উপর, বিশ্বাস ছিল সত্যের উপর। সেই সত্যের জয় হয়েছে, জয় হয়েছে সংবিধানের।

[আরও পড়ুন: জেলায় জেলায় বিরোধী প্রার্থীদের পক্ষে ছাপ মারা ব্যালট উদ্ধার, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: জেলায় জেলায় বিরোধী প্রার্থীদের পক্ষে ছাপ মারা ব্যালট উদ্ধার, জেনে নিন বিস্তারিত]

আবদুল মান্নান বলেন, বিজেপি টাকা দিয়ে সব কিনে নিতে চেয়েছিল, ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছিল। চেয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করতে।

[আরও পড়ুন: নিজের গড়ে 'তৃণমূলত্যাগী' মুকুলের প্রাপ্তির ভাণ্ডার শূন্য, বিজেপিতে সাফল্য শুধু জঙ্গলমহলে][আরও পড়ুন: নিজের গড়ে 'তৃণমূলত্যাগী' মুকুলের প্রাপ্তির ভাণ্ডার শূন্য, বিজেপিতে সাফল্য শুধু জঙ্গলমহলে]

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, কর্ণাটকে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের ধর্ম ত্যাগ করেনি। দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন। জেডিএস বিধায়কদেরো স্যালুট জানাতে হয়। আর এই কথা বলার আমরা জেডিএসকে সমর্থন করে প্রমাণ করে দিয়েছি, কংগ্রেসর ক্ষমতালোভী নয়। আমরা গণতন্ত্রের রক্ষক। বরং ক্ষমতাপিপাসু হল বিজেপি। তাই সংখ্যা না থাকা সত্ত্বেও ক্ষমতার মোদে তাঁরা ছুটে গিয়েছিল সরকার গড়তে।

English summary
Congress MLA Abdul Mannan says that BJP starts way of spill from Delhi. He attacks BJP on question of democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X