For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মান্নানকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট বয়কটের সিদ্ধান্ত কংগ্রেস-বাম বিধায়কদের

বিরোধী দলনেতা আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট বয়কটের সিদ্ধান্ত নিলেন কংগ্রেস ও বামফ্রন্ট বিধায়করা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : বিরোধী দলনেতা আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট বয়কটের সিদ্ধান্ত নিলেন কংগ্রেস ও বামফ্রন্ট বিধায়করা। বুধবার বাম-কংগ্রেস যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভা বয়কট করা হবে। আগামী দু'দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার বিধানসভা বয়কট করবে বিরোধীরা।[আবদুল মান্নানকে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ]

আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। সেদিনও বাম ও কংগ্রেস বিধায়করা বিধানসভায় আসবেন না। সরকারি সম্পত্তি ভাঙচুরের প্রতিরোধ আইনপাস নিয়ে বিধানসভায় হুলুস্থুল হয় বুধবার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। তারই প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী বিধায়করা। বিরোধী দলনেতাকে দু'দিন সাসপেন্ড করা হয়।[বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে সম্পত্তি নষ্টে বিল পাস ]

মান্নানকে সাসপেন্ডের প্রতিবাদে বাজেট বয়কটের সিদ্ধান্ত কংগ্রেস-বাম বিধায়কদের

এটাকে নজিরবিহীন সিদ্ধান্ত বলে দাবি করেন বিরোধীরা। বিরোধী বিধায়করা বাজেট অধিবেশনেও তাই অনুপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, এদিন স্পিকারের নিষেধ অমান্য করে তৃণমূলের বিধানসভা ভাঙচুরের ছবিসম্বলিত পোস্টার নিয়ে ও জ্যাকেট পরে বিধানসভায় ঢুকেছিলেন বিরোধী বাম ও কংগ্রেস বিধায়করা। তার জেরে আবদুল মান্নানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকারের এই সিদ্ধান্তের পরই তুলকালাম শুরু হয়ে যায় বিধানসভায়। আবদুল মান্নানকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলেন বিরোধী কংগ্রেস ও সিপিএমের বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।[রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

শেষমেশ প্রায় আধ ঘণ্টা তুলকালাম চলার পর বিধানসভা ওয়াক আউট করার সিদ্ধান্ত নেন বিরোধী দলের বিধায়করা। অসুস্থ আবদুল মান্নানকে স্ট্রেচারে করে বাইরে আনা হয়। তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

English summary
Congress-Left MLAs take decision to boycott budget session to protest of Mannan's suspension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X