For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল তখন ১২ কি ১৩! চুরাশির শিখ-দাঙ্গার সমালোচনায় বিজেপিকে বার্তা চিদম্বরমের

রাহুল গান্ধী তখন ১২ কি ১৩। তাহলে শিখ দাঙ্গা নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করা হচ্ছে কেন? কলকাতায় এসে সেই প্রশ্নটাই তুলে দিলেন ইউপিএ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম।

  • |
Google Oneindia Bengali News

রাহুল গান্ধী তখন ১২ কি ১৩। তাহলে শিখ দাঙ্গা নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করা হচ্ছে কেন? কলকাতায় এসে সেই প্রশ্নটাই তুলে দিলেন ইউপিএ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। শনিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠক করেন তিনি। চিদম্বরম শিখ-দাঙ্গা ইস্যুতে রাহুলের পাশে দাঁড়ান।

রাহুল তখন ১২ কি ১৩! বিজেপিকে বার্তা চিদম্বরমের

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সমালোচনা করে বলেন, গণপিটুনির সাফাই দিতে কেন শিখ-দাঙ্গা প্রসঙ্গ তুলে আনা হচ্ছে। ১৯৮৪ সালের ঘটনা দুঃখজনক। তার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং আগেই সংসদে ক্ষমা চেয়েছিলেন। আর যখন শিখ দাঙ্গা হয়েছিল, তখন রাহুলের বয়স ১২ কি ১৩। তাহলে তাঁকে খোঁচা দেওয়া কেন?

উল্লেখ্য, দেশজুড়ে যখন গণপিটুনি নিয়ে কংগ্রেস ও বিরোধীরা বিজেপি সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন কংগ্রেসকে বারবার শিখ দাঙ্গার গঞ্জনা শুনতে হচ্ছে। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতে গণপিটুনি নতুন কিছু নয়, ১৯৮৪-তে খোদ কংগ্রেসই শিখ দাঙ্গার সৃষ্টি করেছিল।

রাজনাথ সিংয়ের এই মন্তব্যের পর বিজেপি নেতারা গণপিটুনির সাফাই দিতে গিয়ে বারবার শিখা দাঙ্গার কথা তুলে ধরেছ। রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে। রাহুলকে কটাক্ষ করা বিরোধীদের বোকামি ছাড়া কিছু নয় বলে এদিন ব্যাখ্যা করেন চিদাম্বরম।

চিদম্বরম বলেন, সে সময় কেন্দ্র কংগ্রেসের সরকার ছিল, তাই যা ঘটেছে তা দুঃখজনক। সে জন্যই সংসদে দাঁড়িয়ে ক্ষমা চান মনোমহন সিং। তারপর এখন যে গণপিটুনি চলছে, তার জন্য ১৯৮৪ সালের প্রসঙ্গে তুলে আনা অমূলক। বর্তমান সরকারের আমলে যে গণপিটুনি চলছে, তার দায় স্বীকার করুন বিজেপি। কিন্তু তা না করে কুৎসা করতেই ব্যস্ত রাজনাথ সিং-রা।

এদিন রাফালে ইস্যুতেও দেশজুড়ে আন্দোলনে নামার কথা বলেন চিদাম্বরং। আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে। রাফালে চুক্তিতে একাধিক গরমিল রয়েছে। বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে চুক্তি বদল করা হয়েছে। তাই এটা নিয়ে আরও আলোচনা হওয়া উচিত। এই চুক্তি নিয়ে যে প্রশ্ন উঠছে, তার জবাব দিতে হবে বিজেপি সরকারকে।

English summary
P Chidambaram criticizes BJP on Shikh Riots issue. He says that Rahul Gandhi should not to be blamed for that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X