For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪২ আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত! লোকসভা নির্বাচনে জোট নিয়ে অন্য খেলায় কংগ্রেস

লোকসভায় তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেস, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এই অবস্থায় হঠাৎ করে খুলে গিয়েছে ফের বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা।

Google Oneindia Bengali News

লোকসভায় তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এই অবস্থায় হঠাৎ করে খুলে গিয়েছে ফের বাম-কংগ্রেস জোটের সম্ভাবনা। উভয় দলের মধ্যে আসন বণ্টন নিয়ে কথা চালাচালি শুরু হয়েছে। শুরু হয়েছে একে অপরের উপরের চাপ সৃষ্টি খেলা। সেই খেলায় কংগ্রেস ৪২ আসনে প্রার্থী তালিকা তৈরি করে চাপ সৃষ্টি করল সিপিএমের উপর।

আসন বণ্টনে সংকট

আসন বণ্টনে সংকট

সিপিএমের উপর চাপ সৃষ্টি করতেই প্রদেশ কংগ্রেসের তরফে সবকটি আসনে প্রার্থীপদ চূড়ান্ত করার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আসন বণ্টন নিয়ে কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে সিপিএম। কংগ্রেস এই জোট নিয়ে আগ্রহ প্রকাশ করলেও, সিপিএম জোট নিয়ে নির্লিপ্ত। কংগ্রেস দাবি করছে মাত্র ১৪টি আসন। কিন্তু কংগ্রেসকে ১৪টি আসন ছাড়তে চায় না সিপিএম।

সুবিধাজনক আসন নিয়ে বিবাদ

সুবিধাজনক আসন নিয়ে বিবাদ

সিপিএম চাইছে ১০টি আসন কংগ্রেসকে ছাড়তে। শুধু আসন সংখ্যা নয়, কোনও আসন ছাড়া হবে, তা নিয়েও কংগ্রেসকে সুবিধা দিতে চাইছে না সিপিএমষ। সুবিধাজনক আসনে নিজেরাই প্রার্থী দিতে চাইছে। সেই নিয়েই কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি আলোচনা। একাধিকবার আলোচনা হলেও বারবার তা থমকে গিয়েছে কয়েকটি জায়গায়।

সোমেন-রবীন কথা

সোমেন-রবীন কথা

ইতিমধ্যে রবীন দেবের সঙ্গে আলোচনা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের। তারপর টেলিফোনেও একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে। কিন্তু সমাধান সূত্রে বের করার মতো পরিস্থিতিতে পৌঁছয়নি আলোচনা। কংগ্রেসের দাবি, জোট গড়তে তাঁরা যত আগ্রহী, সিপিএম অনড় অবস্থান বজায় রাখছে। সেই কারণেই সমাধান সূত্রে পৌঁছতে পারা যাচ্ছে না।

প্রার্থী তালিকা তৈরি

প্রার্থী তালিকা তৈরি

কংগ্রেস চাইছে না জোট নিয়ে বিধানসভার মতো পরিস্থিতি তৈরি হোক। তাই আগেভাগে প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস এগোচ্ছে। অর্থাৎ বিকল্প তৈরি রেখেই কংগ্রেস এগোতে চাইছে। সম্প্রতি রাজ্য কংগ্রেসের সদর দফতরে বৈঠক হয়। সেখানেই প্রতিটি কেন্দ্রে তিনজনের নাম জমা পড়ে। ৪২টির মধ্যে অর্ধেক আসনে তিনজন করে নাম জমা পড়ে গিয়েছে।

বিকল্প ব্যবস্থা হাতে

বিকল্প ব্যবস্থা হাতে

২১ ফেব্রুয়ারির মধ্যে বাকি সমস্ত আসনে তিনজন করে প্রার্থীর নাম জমা দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই তালিকা হাইকম্যান্ডের কাছে পাঠানো হবে। সিপিএমের সঙ্গে জোট না হলে যাতে কোনও অপ্রস্তুতে পড়তে না হয়, সেজন্যও এই ব্যবস্থা। কংগ্রেস একইসঙ্গে বুঝিয়ে দিয়েছে, যোগ্য মর্যাদা না পেলে জোটে যাবে না কংগ্রেস।

English summary
Congress finalizes the candidates for 42 seats in West Bengal for Lok Sabha Election 2019. Congress wants to keep pressure to CPM.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X