For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মান্নানের উপর হামলার প্রতিবাদ, বুধবার বিধানসভা অভিযান কংগ্রেসের

বিরোধী কংগ্রেস ও বাম বিধায়করা ওয়াক আউট করল বিধানসভা। কংগ্রেসের পরিষদীয় দলের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার তারা বিধানসভা অভিযান করবে।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : বিরোধী দলনেতার উপর হামলার প্রতিবাদে সোমবারও উত্তাল বিধানসভা। ওয়েলে নেমে বিরোধী কংগ্রেস ও বাম বিধায়কদের বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ওয়াক আউট করে কংগ্রেসের পরিষদীয় দলের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার তারা বিধানসভা অভিযান করবে।[বাজেট পেশের দিনেও মান্নান হেনস্থার প্রতিবাদে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বাম-কংগ্রেসের]

এদিন বিধানসভা ওয়াক আউট করার পর কংগ্রেস পরিষদীয় দল রুদ্ধদ্বার বৈঠক করে। সেই বৈঠকে অংশ নেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও বাম বিধায়ক আনিসুর রহমান। এই বৈঠকেই সিদ্ধান্ত হয়, শাসকদল বিধানসভায় স্বৈরাচারী শাসন চালাচ্ছে। বিরোদী কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধী বিধায়কদের বলতে দেওয়া হচ্ছে না। তারপর শেষমেশ বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার বিচারের দাবিও তোলেন বিধায়করা।[রাহুলের ফোন মান্নানকে]

বিধানসভায় মান্নানের উপর হামলার প্রতিবাদ, বুধবার বিধানসভা অভিযান কংগ্রেসের

বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নানের হেনস্থার বিরুদ্ধে এক যোগে আন্দোলন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেস পরিষদীয় দল বিধানসভা বয়কট করে প্রতিবাদে সরব হবে বেল সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিশেষ সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী ও আনিসুর রহমানকে। তাঁরা তাঁদের মত প্রকাশ করেন। কংগ্রেসের তরফে তাঁদের মতকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই কংগ্রেস পরিষদীয় দলের তরফেও বিধানসভা বয়কটের সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দেওয়া হয়।[কংগ্রেসকে আইসক্রিমের মতো গলিয়ে দিচ্ছে, জগাই-মাধাই কে একহাত মানসের]

এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি বিধানসভা বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন অর্থাৎ বুধবার বিধানসভা অভিযান করে বিরোধী দলনেতা আবদুল মান্নানের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো হবে।[নাম না করে মান্নান, অধীরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মানসের]

English summary
Congress announce of Assembly campaign to protest of attack on opposition leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X