For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দ আইনক্সের পর কোয়েস্ট, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র ক্ষোভ কংগ্রেসের

‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মুক্তির পর থেকেই কলকাতায় বিক্ষোভ দানা বোঁধেছিল। হিন্দ আইনক্স সিনেমা হলে ম্যাটিনি শো থেকে শুরু, কোয়েস্টের ইভিনিং শোয়ে সেই আঁচ ছড়িয়ে পড়ল।

  • |
Google Oneindia Bengali News

'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' মুক্তির পর থেকেই কলকাতায় বিক্ষোভ দানা বোঁধেছিল। যুব কংগ্রেসকর্মীরা বিক্ষোভ-আন্দোলনে নেমেছিল সকাল থেকেই। হিন্দ আইনক্স সিনেমা হলে ম্যাটিনি শো থেকে শুরু, কোয়েস্টের ইভিনিং শোয়ে সেই আঁচ ছড়িয়ে পড়ল। যুব কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা হলে ঢুকে তাণ্ডব চালালেন।

এবার কোয়েস্ট, আঁচ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে’র

অবিলম্বে শো বন্ধ করার জন্য চাপ দিয়েই ক্ষান্ত হলেন না কংগ্রেস কর্মীরা, সিনেমা হলে ঢুকে পর্দা ছিঁড়ে দিলেন। তাঁদের তাণ্ডবে ভয়ের পরিবেশ তৈরি হয় সিনেমা হলে। আতঙ্কে দর্শকরা বাইর বেরিয়ে আসেন। কোয়েস্ট মলের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তখন স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন কংগ্রেস কর্মীরা।

এদিন কোয়েস্টে ইভিনিং শো শুরুর আগে সবেমাত্র জাতীয় সঙ্গীত শেষ হয়েছে। তখনই স্লোগান দিতে দিতে হলে ঢুকে পুড়েন যুব কংগ্রেস কর্মীরা। সিনেমা শুরুর মুখেই এই ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন দর্শকরা। এইসময়ই কিছু কংগ্রেসকর্মী পর্দা ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

শুক্রবার সকালেই কলকাতার বুকে এই বিক্ষোভের আঁচ আছড়ে পড়ে। কলকাতার 'আইনক্স হিন্দ' সিনেমা হলের সামনে বিক্ষোভ শুরু করে যুব কংগ্রেস। কয়েকশো যুব কংগ্রেসকর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে সিনেমা হলে ঢোকার চষ্টা করেন। অবিলম্বে এই সিনেমার সম্প্রচার বন্ধের দাবি জানান তাঁরা।

English summary
Youth congress starts agitation in front of the ‘Quest’ Mall due to show of Accidental Prime Minister. Today the Accidental Prime Minister releases at Kolkata also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X