For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমেন মিত্র প্রদেশ সভাপতির পদে বসতে না বসতেই 'বিশৃঙ্খলা'! ক্ষুব্ধ এই নেতা যা বললেন

প্রদেশ সভাপতির পদে সোমেন মিত্র বসতে না বসতেই বিশৃঙ্খলার অভিযোগ। অনুগামীদের তৎপরতায় মঞ্চে জায়গা পেলেন না কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। অন্যদিকে মঞ্চে সাংবাদিকদের কাজেও বাধাদানের অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

প্রদেশ সভাপতির পদে সোমেন মিত্র বসতে না বসতেই বিশৃঙ্খলার অভিযোগ। অনুগামীদের তৎপরতায় মঞ্চে জায়গা পেলেন না কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র। অন্যদিকে মঞ্চে সাংবাদিকদের কাজেও বাধাদানের অভিযোগ উঠেছে। মঞ্চে অপমানিত হয়ে ওমপ্রকাশ মিশ্রের প্রশ্ন, সোমেন মিত্র কাদের নিয়ে কাজ করতে চান এখন সেটাই দেখার।

সোমেন মিত্র প্রদেশ সভাপতির পদে বসতে না বসতেই বিশৃঙ্খলা! ক্ষুব্ধ এই নেতা যা বললেন

দিল্লি থেকে সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে অনেক কংগ্রেস নেতাই শুক্রবার বিকেলেই বিধান ভবন মুখী হয়েছিলেন। বিধান ভবনেই সাংবাদিক সম্মেলনের মঞ্চ। মঞ্চে হাজির নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি ছিলেন, সর্দার আমজাদ আলি, বাদল ভট্টাচার্য-সহ অনেকে। আর বিধান ভবন জুড়েই সোমেন মিত্রের অনুগামীদের ভিড়। সবুজ আবির নিয়ে খেলা আর হবে নাই বা কেন। প্রায় কুড়ি বছর প্রদেশ সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ছোড়দা।

তবে অনুষ্ঠানের মঞ্চেই অনৈকের ছবি। দেখা দেয় বিশৃঙ্খলাও। মঞ্চে উঠতে গিয়ে কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র বাধা পান। অভিযোগ, এক সোমেন অনুগামী বলেন, মঞ্চে আপনার জায়গা নেই। এ-ঘটনায় ক্ষুব্ধ ওমপ্রকাশ মিশ্রের প্রশ্ন, তিনি যদি, সেখানে ঢুকতে না পারেন, তাহলে কারা পারবেন। ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, সোমেন মিত্র প্রদেশ সভাপতি হওয়ায় তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু বাধা পাওয়ায় সেই ইচ্ছা পরিত্যাগ করেন তিনি। তবে সোমেন মিত্র হয়তো এই ঘটনার কথা জানেন বলেও মনে করছেন ওমপ্রকাশ মিশ্র। সোমেন মিত্র কাদের নিয়ে কাজ করবেন কিংবা কাদের প্রশ্রয় দেবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

বিধান ভবনে বিশৃঙ্খলা শুধু কংগ্রেস নেতাদের নিয়ে নয়, সাংবাদিকদেরও কাজে বাধার অভিযোগ উঠেছে। অভিযোগ, সোমেন মিত্রে অনুগামীরা বলেছেন, সাংবাদিকদের ডাকা হয়নি সেই অনুষ্ঠানে।

English summary
Cong leader Omprakash Mishra alleged Somen Mitra loyalists obstract him to meet new President of state cong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X