For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়পুরিয়া কলেজে নয়া বিড়ম্বনা, অনলাইনে ফর্ম ফিলাপ করেও প্রবেশাধিকার পেলেন না ছাত্রী

জয়পুরিয়া কলেজে ভর্তিতে তোলাবাজি রুখতে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার পরও নতুন বিড়ম্বনা তৈরি হল।

Google Oneindia Bengali News

জয়পুরিয়া কলেজে ভর্তিতে তোলাবাজি রুখতে পুলিশ-প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার পরও নতুন বিড়ম্বনা তৈরি হল। কলেজে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার অনলাইনে ফর্ম ফিলাম করা সত্ত্বেও ঢুকতে পারলেন না আসানসোলের এর ছাত্রী। তাঁর কাছে চার হাজার টাকা দাবি করা বলে অভিযোগ। সেই কারণেই পরিকল্পনা করে তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই ছাত্রী।

জয়পুরিয়া কলেজে নয়া বিড়ম্বনা, অনলাইনে ফর্ম ফিলাপ করেও প্রবেশাধিকার পেলেন না ছাত্রী

জয়পুরিয়া কলেজ ভর্তিতে তোলাবাজি রুখতে কলেজ ক্যাম্পাসে গতিবিধির উপর রাশ টেনেছিল পুলিশ। সেইমতো কলেজ গেটে টাঙানো হয়েছিল নোটিশ। জয়পুরিয়া কলেজ নোটিশ জারির পর নতুন বিড়ম্বনা দেখা দিয়েছে। অনলাইনে ভর্তি হওয়া ছাত্রীকে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষী। তিনি এদিন অনলাইনে ফর্ম ফিলাপের ভেরিফিকেশনের জন্য কলেজে এসেছিলেন।

তিনি শনিবার এসেও ফিরে গিয়েছেন। এদিন কলেজ গেটে এসে নিরাপত্তারক্ষীদের সব জানান। তারপরও ওই ছাত্রীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য, কলেজ ভর্তিতে তোলাবাজির অভিযোগ সোমবার সকালে কলেতের প্রাক্তন ছাত্রনেতা তিতান সাহাকে গ্রেফতার করা হয়। লালবাজার গুন্ডাদমন শাখা গ্রেফতার করে তাঁকে।

[আরও পড়ুন: বার্তা দিয়েই ক্ষান্ত নন, সটান কলেজে হাজির মমতা! ভর্তি-সমস্যা মেটাতে নয়া উদ্যোগ][আরও পড়ুন: বার্তা দিয়েই ক্ষান্ত নন, সটান কলেজে হাজির মমতা! ভর্তি-সমস্যা মেটাতে নয়া উদ্যোগ]

রবিবার রাতে কলকাতার মোট ১৭টি জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। নতুন ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগ ওঠে তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে। এদিনও কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কলেজে যান ডিসি নর্থ।

[আরও পড়ুন:মমতার রাজ্যের সন্ত্রাসী-চেহারা দেশবাসীর কাছে তুলে ধরতে চায় বিজেপি, রাজধানীতে ধরনা ][আরও পড়ুন:মমতার রাজ্যের সন্ত্রাসী-চেহারা দেশবাসীর কাছে তুলে ধরতে চায় বিজেপি, রাজধানীতে ধরনা ]

English summary
College student of Asansole can’t enter in Jaypuria College despite of online admission. She has come for verification of her admission,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X