For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলেজ স্কোয়ারের পুজোয় এবার আলোকসজ্জা জৌলুসহীন হয়ে যেতে পারে, কেন জেনে নিন

কলেজ স্কোয়ারের জলাশয়ের ওপর আলোর সাজের প্রতিফলনের দৃশ্য প্রতিবারই দক্ষ হাতে লেন্সবন্দি হয়ে আসছে। তবে এবারে হয়তো আর তা হবে না।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজোয় রাতের কলকাতায় কলেজ স্কোয়ারের ঠাকুর দেখার সবচেয়ে বড় আকর্ষণ আলোকসজ্জা। কলেজ স্কোয়ারের জলাশয়ের ওপর আলোর সাজের প্রতিফলনের দৃশ্য প্রতিবারই দক্ষ হাতে লেন্সবন্দি হয়ে আসছে। তবে এবারে হয়তো আর তা হতে নাও পারে। মনোরম এই আলোকসজ্জার প্রতিফলন দেখা যাবে না জলে। ফলে কমে যেতে পারে আলোকসজ্জার জৌলুস।

কলেজ স্কোয়ারের পুজোয় এবার আলোকসজ্জা জৌলুসহীন হয়ে যেতে পারে, কেন জেনে নিন

কিছুদিন আগেই সাঁতার কোচ কাজল দত্তের মৃত্যু হয় ওই জলাশয়ে তলিয়ে গিয়ে। কিন্তু তারপরেও খোঁজ মেলে নি কাজল দত্তের মৃত দেহের । তাই সেখানে জলের ড্রেনিং করে কাজল দত্তের নিখোঁজ মৃতদেহকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এই কাজের জন্য গোটা জলাশয়ের জলকে ড্রেনিং করে বার করে দেওয়ার কাজ চালাচ্ছে পুরসভা।

কলেজ স্কোয়ারের পুজোয় এবার আলোকসজ্জা জৌলুসহীন হয়ে যেতে পারে, কেন জেনে নিন

পুরসভার দাবি এরমধ্যে যদি কাজল দত্তের দেহ উদ্ধারও হয় এবং তারপরও এক সপ্তাহের মধ্যে ওই জলাশয় ভরাটের কাজও শুরু হয় , তাহলেও পুজোর মধ্যে জলাশয় ভরাটের কাজ শেষ করা যাবে না। ফলে কলেজ স্কোয়ারের পুজোয় এবছর আলোর রোশনাইয়ের প্রতিফলন দেখা যাবে না সেখানের জলে। যে দৃশ্যের জন্য় বহু জায়গা থেকে রাতের কলেজ স্কোয়ারের পুজোয় ভিড় করেন মানুষ।

English summary
The College Square Puja, known for its lights lining the waterbody , may lose its star attraction this year -the reflection in the pool.With the KMC draining the swimming pool to begin an inquiry into coach Kajal Datta's death, organizers said that even if the civic body allowed refilling from next week, it will be an uphill task to make the square ready before the Puja. “We have 25 days to get the work done,“ said one of the organizers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X