For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুখ্যমন্ত্রী সিভিক পুলিশ দিয়ে ভোট করাতে চান', কটাক্ষ রাহুলের

রাজ্যে সিভিক পুলিশকে দিয়ে ভোট করাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রাজ্যে সিভিক পুলিশকে দিয়ে ভোট করাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পছন্দের পুলিশ কর্তাদের সরিয়ে দেওয়াতেই নির্বাচন কমিশনের উপর মুখ্যমন্ত্রীর এত রাগ বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

মুখ্যমন্ত্রী সিভিক পুলিশ দিয়ে ভোট করাতে চান, দাবি রাহুলের

উল্লেখ্য, ভোটের মুখে কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার এবং বীরভূম ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপার সহ রাজ্যের বেশকিছু পুলিশ কর্তাকে বদলি করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনেন।

পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেছেন, মুখ্যমন্ত্রী সিভিক পুলিশ দিয়ে ভোট করাতে পারলেই খুশি হতেন। তা পারেনি বলেই এত রাগ। পক্ষপাতদুষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে শুধু বিজেপি নয়, অন্য বিরোধী দলও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বলে দাবি করেছেন রাহুল সিনহা। নির্বাচন কমিশন সব অভিযোগ বিবেচনা করেই রাজ্যের সব পক্ষপাত দুষ্ট পুলিশ কর্তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তাঁর বক্তব্য, এখনও বেশকিছু পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভোটের আগে বিজেপি সহ রাজ্যের সব বিরোধী দল তাঁদেরও বদলি চায় বলেও দাবি করেছেন রাহুল সিনহা।

বিজেপি নেতার অভিযোগ, সবাই সুষ্ঠু নির্বাচন চাইলেও, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চাইছেন না। কেন্দ্রীয় বাহিনী তো দূরে থাক, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়েও ভোট করাতে চান না বলেও দাবি করেছেন রাহুল সিনহা। তাঁর কথায়, ডান-বাম দুটি হাতই খুইয়ে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী। রাহুল সিনহার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের রাজত্বে পশ্চিমবঙ্গ বাস্তু ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সেই ঘুঘুর বাসায় ঢিল পড়তেই তৃণমূল সুপ্রিমো মাথা গরম করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

[আরও পড়ুন: পাকিস্তানে এয়ারস্ট্রাইকের পর মোদীর জনপ্রিয়তার পারদ কোনদিকে! ভোটের আগে সমীক্ষার রিপোর্ট যা বলছে][আরও পড়ুন: পাকিস্তানে এয়ারস্ট্রাইকের পর মোদীর জনপ্রিয়তার পারদ কোনদিকে! ভোটের আগে সমীক্ষার রিপোর্ট যা বলছে]

রাহুল সিনহার কথায়, এর আগেও ভোটের মুখে রাজীব কুমারকে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনে মিটে গেলে আবার তাকে সেই পদে ফিরিয়ে আনা হয়েছিল। এরই প্রেক্ষিতে রাহুল সিনহার প্রশ্ন, রাজ্যে কি আইপিএস এর অভাব পড়েছে? কুমারদের ছাড়া চলছে না?

[আরও পড়ুন: 'রাজনীতিতে জমি কেড়ে নিলে কী হাল হয়, দিদির রাগ দেখেই তা বোঝা যাচ্ছে ', মমতাকে খোঁচা মোদীর ][আরও পড়ুন: 'রাজনীতিতে জমি কেড়ে নিলে কী হাল হয়, দিদির রাগ দেখেই তা বোঝা যাচ্ছে ', মমতাকে খোঁচা মোদীর ]

বিজেপির উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী হিসেবে রাহুল সিনহা, নির্বাচনী ওয়ার রুম খোলার জন্য দুটি ঘর ভাড়া নিয়েছিলেন। কিন্তু তৃণমূল কর্মীদের বাঁধায় সেখানে কাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ বিজেপির। এর প্রতিবাদে থানা ঘেরাওয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাহুল সিনহা।

[আরও পডু়ন: জন সমর্থন দিদিকে আয়না দেখিয়েছে ! সারাদিন দিদি কী করেন, কোচবিহারের সভা থেকে বললেন মোদী][আরও পডু়ন: জন সমর্থন দিদিকে আয়না দেখিয়েছে ! সারাদিন দিদি কী করেন, কোচবিহারের সভা থেকে বললেন মোদী]

English summary
CM wants to use Civic Police in Elections, said Rahul Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X