For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ‘সবার সেরা’ সরকারকে দেখে শিক্ষা নিক কেন্দ্র, মোদীর উদ্দেশ্যে আহ্বান মমতার

মমতা বলেন, ‘কীভাবে উন্নয়নমূলক কাজ করতে হয়, তা তাঁর সরকার ছাড়া আর কেউ করে দেখাতে পারেনি। এমনকী কেন্দ্রের সরকারও বাংলার সরকারের মতো কাজ করতে পারেনি বলে অভিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের।’

  • |
Google Oneindia Bengali News

বাংলার মা-মাটি-মানুষের সরকারই সবার সেরা। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের সভামঞ্চ থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করে জানান, 'আমার বাংলার সরকারের কাছে থেকে শিক্ষা নিক কেন্দ্রের মোদী সরকার।' মমতা বলেন, 'কীভাবে উন্নয়নমূলক কাজ করতে হয়, তা তাঁর সরকার ছাড়া আর কেউ করে দেখাতে পারেনি। এমনকী কেন্দ্রের সরকারও বাংলার সরকারের মতো কাজ করতে পারেনি বলে অভিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের।'

বাংলার ‘সবার সেরা’ সরকারকে দেখে শিক্ষা নিক কেন্দ্র, মোদীর উদ্দেশ্যে আহ্বান মমতার

[আরও পড়ুন:ক্যাশ নয় ব্যাঙ্কে এখন জমবে অ্যাস! তীব্র কটাক্ষে মোদী সরকারকে খোঁচা মমতার ][আরও পড়ুন:ক্যাশ নয় ব্যাঙ্কে এখন জমবে অ্যাস! তীব্র কটাক্ষে মোদী সরকারকে খোঁচা মমতার ]

এ প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার বুকে যে মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, এমন সরকার দেশের বুকে আর দুটো পাওয়া যাবে না।' তাঁর কথায়, 'এমন সরকার কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল সরকারের সেরা এই বঙ্গভূমি।' এরপর কেন তাঁর সরকার সেরা, তার এক এক করে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, 'তাঁর সরকার প্রথম থেকে মানুষের পাশে থাকতে চেয়েছে। বাংলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সহায়তা দেওয়া হয়। শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত সমস্ত সহায়তা প্রদান ও পরিষেবার ডালি সাজিয়ে দিয়েছেন তিনি। এমনকী মৃত্যুর পরও যাঁরা অন্ত্যেষ্টি করতে পারেন না, আবেদন করলেই ২০০০ টাকা সাহায্য দেওয়া হয়। ওই টাকা দেওয়া হয় মৃতদেহ শেষকৃত্য অর্থাৎ পোড়ানো বা কবর দেওয়ার জন্য।'

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মানুষের জীবদ্দশায় ছাত্রজীবন থেকে সব কিছুতেই পাশে মমতার সরকার। কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প রয়েছে। সংখ্যালঘু উন্নয়নে ভাতা থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নেও এই সরকারে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তার উপর এবার গরিব পরিবারের মেয়ের বিয়ের সমস্যা মেটাতেও নতুন প্রকল্প 'রূপশ্রী' নিয়ে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ব্যাখ্যা দিয়েই মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা জানি মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে। আমরা প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার জন্য, আর কেন্দ্র শুধু প্রতিশ্রুতির বন্যা বওয়ায়। তারা মানুষকে ধোঁকা দেয় প্রতিশ্রুতি দিয়ে। আসলে কেন্দ্রের সরকার কাজ করতে জানে না।'

এরপরই তিনি আবেদন জানান, আমাদের কাছে থেকে শিক্ষা নিক কেন্দ্র। তাঁর কথায়, 'আমাদের দেখে শেখো, আর শিক্ষা নাও মানুষের জন্য কাজ করার। কিন্তু তা না করে তোমরা শুধু কাজ ভন্ডুল করতেই ব্যস্ত। এসব আর মেনে নেবে না মানুষ।' বাংলায় সব আসনে তৃণমূলকে জিতিয়ে কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে হবে বলে আবেদন করেন মুখ্যমন্ত্রী।

English summary
CM Mamata Bannerjee advices Narendra Modi to lesson from Bengal government. Mamata Banerjee says that Bengal Government is the best
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X