For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজপেয়ীর ‘ভুল’ কি করবেন মোদী! ‘মিশন ২০১৯’-এ ফায়দা তুলতে মরিয়া মমতা

লোকসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। এমনটা মনে করেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজেদের সেইমতো তৈরি রাখতে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। এমনটা মনে করেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজেদের সেইমতো তৈরি রাখতে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে লোকসভা নির্বাচনে লড়াইয়ের লক্ষ্যে। কোন পথে নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে তৃণমূল, সেই পরিকল্পনা একপ্রকার ছকা হয়ে গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বাজপেয়ীর ‘ভুল’ কি করবেন মোদী! অপেক্ষায় রয়েছেন মমতা

এথন সেটাকে বাস্তবে পরিণত করাই ঘাসফুল শিবির এই লোকসভা ভোট এগিয়ে আসাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। মনে করছে ডিসেম্বর বা তারপর যে কোনও সময়ে লোকসভা নির্বাচন হতে পারে। আর তা যদি হয়, তা বিজেপির ক্ষেত্রেও বুমেরাং হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের মতে, ২০০৪ সালে যে ভুল করেছিলেন অটলবিহারী বাজপেয়ী, সেই একই ভুল এবার করতে চলেছেন নরেন্দ্র মোদীও। সেই ভুলই তাঁদের ডুবিয়ে ছাড়বে। তৃণমূল আশাবাদী, বিজেপিরে অতিরিক্ত আত্মবিশ্বাসই তাঁদের পতনের মূল হবে। যেভাবে ২০০৪ সালে ভরাডুবি হয়েছিল অটলবিহারী সরকার, এবার কেন্দ্রের মোদীর সরকারও সেই পছ অনুসরণ করে ভরাডুবির পথ বেছে নিয়েছে।

অটলবিহারী বাজপেয়ীর মতো নরেন্দ্র মোদীও চাইছেন লোকসভা ভোট এগিয়ে এনে কেল্লাফতে করতে। বাজপেয়ী ইন্ডিয়া সাইনিংয়ে ভরসা রেখে ২০০৪ সালে ভোট এগিয়ে এনেছিলেন। অতিরিক্ত আত্মবিশ্বাসী বাজপেয়ী ক্ষমতাচ্যুত হয়েছিলেন। কংগ্রেস ফিরেছিল ক্ষমতায়। এবার নরেন্দ্র মোদীও সেই পথ অনুসরণ করতে চলেছেন।

তার একমাত্র কারণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে। সেই হাওয়া যদি ঝড়ে পরিণত হয় তখন একা মোদীর পক্ষে তা রোখা কঠিন, তাই আগে থেকে ভোট সেরে নিতে চাইছেন। আর সেই আত্মবিশ্বাস দেখাতে গিয়ে, এবারও না বিপাকে পড়ে মোদী সরকার। তৃণমূল শিবির তাই প্রস্তুত হচ্ছে মোদী সরকারের গতিবিধি বুঝে।

মোদী যতই প্রচার করুন, মানুষ বুঝে গিয়েছে, যে প্রতিশ্রুতির বান বর্ষণ করে ক্ষমতায় এসেছিলেন তিনি, তাঁর ছিঁটেফোঁটাও পূরণ করতে পারেননি। সেই কারণেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পাঁচ বছরেই তীব্র আকার নিয়েছে। কংগ্রেস সেই পথ ধরেই ফের শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। সমস্ত বিরোধী শক্তিকে এক জায়গায় করে ঝটকা দিতে চাইছে বিজেপিকে। আর এই কাজে গৌরচন্দ্রিকার ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই সমস্ত আঞ্চলিক শক্তিকে একত্রিত করার মূল হোতা।

English summary
Bengal CM Mamata Banerjee waits for Narendra Modi’s wrong decision that was done by Atalbihari Bajpeyi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X