For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি মমতার! কাজে যোগ দেওয়ার জন্য দিলেন ডেড লাইন

চার ঘন্টার মধ্যে কাজে যোগ দিন। নাহলে হস্টেল ছেড়ে দিতে হবে। এদিন এসএসকেএম হাসপাতালে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

চার ঘন্টার মধ্যে কাজে যোগ দিন। নাহলে হস্টেল ছেড়ে দিতে হবে। এদিন এসএসকেএম হাসপাতালে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের যত নেতা আছে ধরে নিয়ে আসুন। হাসপাতালে জুনিয়র চিকিৎসক নয়, বহিরাগতরা বিক্ষোভ দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এসএসকেএমে মমতা

এসএসকেএমে মমতা

এদিন বারোটার কিছু পরে এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এমারজেন্সিতে থাকা রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পুরুলিয়া থেকে আসা এক রোগীর চিকিৎসা নিয়ে এমএসভিপিকে ডেকে পাঠান তিনি।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

এরপর এমারজেন্সি থেকে বেরিয়ে হাসপাতাল ঘুরে দেখার সময় জুনিয়র চিকিৎসকরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। এর পরেই মুখ্যমন্ত্রী ক্ষেপে যান। বলেন পাবলিককে পরিষেবা দিতে হবে। না হলে হস্টেল ছেড়ে দিতে হবে। এর জন্য চারঘন্টা সময় দেন মুখ্যমন্ত্রী। যাঁরা কাজ করবে না, রোগী পরিষেবা দেবে না, তাদেরকে সরকার কোনও সাহায্য করবে না বলেও জানান। মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের যত নেতা আছে ধরে নিয়ে আসুন।

হাসপাতালেও বহিরাগত তত্ত্ব

হাসপাতালেও বহিরাগত তত্ত্ব

হাসপাতালেও বহিরাগত তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এঁরা জুনিয়র ডাক্তার নন। এরা বহিরাগত। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের পাশে মুখ্যমন্ত্রী

পুলিশের পাশে মুখ্যমন্ত্রী

এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ধর্মঘটে যেতে পারে না। সহকর্মীদের মৃত্যু হলেও না। চিকিৎসকরাও সেই গোত্রেই পড়েন বলে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: 'উই ওয়ান্ট জাস্টিস'! মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাবে হাওয়া বুঝিয়ে দিল SSKM ][আরও পড়ুন: 'উই ওয়ান্ট জাস্টিস'! মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাবে হাওয়া বুঝিয়ে দিল SSKM ]

[আরও পড়ুন:এনআরএস কাণ্ড: ডাক্তারদেরই হুমকি দিয়ে বসলেন মুখ্যমন্ত্রী! ][আরও পড়ুন:এনআরএস কাণ্ড: ডাক্তারদেরই হুমকি দিয়ে বসলেন মুখ্যমন্ত্রী! ]

English summary
CM Mamata Banerjee visited SSKM Hospital and gives ultimatum to junior doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X