For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রাবস্থায় ফিরে গেলেন মমতা, ভবিষ্যতের কারিগরদের শোনালেন নেত্রী হয়ে ওঠার গল্প

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রাবস্থায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রাবস্থায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার গল্প শোনালেন বর্তমান ছাত্রছাত্রী তথা ভবিষ্যতের দেশসেবার কারিগরদের। তাঁর জীবনের চার ঘটনার কথা তুলে ধরে ছাত্রছাত্রীদের বললেন, লবি নয়, ভালো কাজ করতে হবে, কাজকেই নিজের পরিচয় করতে হবে।

ছাত্রাবস্থায় ফিরে গেলেন মমতা, ভবিষ্যতের কারিগরদের শোনালেন নেত্রী হয়ে ওঠার গল্প

তখনও তিনি আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠেননি। তবে নিজেকে ছাত্র রাজনীতির অন্যতম মুখ করে তুলেছিলেন। মমতা বলেন, একদিন জগুবাজারে এক সভায় বক্তব্য রাখছিলাম। তখন পাশ দিয়ে যাচ্ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। আমার বক্তব্য শুনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তারপরই কাছে এসে বলেছিলেন, তোমার নাম শুনেছি, তুমি তো খুব দুষ্টুমি কর কলেজে। তোমার বক্তৃতা শুনে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো বলেছো। তারপরই সেই সিদ্ধার্থশঙ্কর রায়ই আমার মানুদা হয়ে উঠেছিলেন।

এরপর একদিন বেহালা কলেজে আমাকে বক্তৃতা দিতে নিয়ে গিয়েছিলেন শোভনদা। মানে শোভন চট্টোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখা সবে শেষ হয়েছে। অমনি এক বয়স্ক ভদ্রলোক আমার সমানে দুটো তালশাঁসের সন্দেশ এনে বলেছিলেন, এটা খেয়ে নাও। আজ খুব ভালো বক্তব্য রেখেছো। খুব ভালো লেগেছে। তাই তোমার জন্য এটা নিয়ে এলাম। আমারও খুব ভালো লেগেছিল সেই প্রশংসা শুনে।

প্রিয়রঞ্জন দাশমুন্সি তখন কংগ্রেসের স্তম্ভ। প্রিয়দা কলকাতায় এসেছেন। আমরা তখন ছাত্র রাজনীতি করি। পার্থদা আমার সিনিয়র নেতা। তিনি কংগ্রেস নেতা-কর্মীদের জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের এখানে মমতা বলে কে আছে। আমি উঠে দাঁড়িয়েছিলাম। প্রিয়দা বলেছিলেন, খুব ভালো কাজ করছিস, চালিয়ে যা। এর থেকে পরম পাওয়া আর কী আছে!

আর যাদবপুরে যখন দাঁড়য়েছিলাম, আমাকে তার আগে জিজ্ঞাসা করা হয়েছিল, যাদবপুরে দাঁড়াবি। কেউ দাঁড়াতে চাইছে না। দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। মমতা বলেন, দাঁড়াতে আমি চাই না, তবে লড়াই করতে হলে আমি আছি। দাঁড়িয়েছিলাম, লড়াই করেছিলাম, জিতেওছিলাম। ইতিহাস হয়েছিল সেদিন।

[আরও পড়ুন: 'হানাদার' ওড়িশা সরকার! দিঘার কাছে গুঁড়িয়ে দেওয়া হল রাজ্যের হোর্ডিং ][আরও পড়ুন: 'হানাদার' ওড়িশা সরকার! দিঘার কাছে গুঁড়িয়ে দেওয়া হল রাজ্যের হোর্ডিং ]

আমি তাই বলছি, ভালো কাজ করলে, আপনাকে ডেকে নিয়ে যাবে। ডেকে নিয়ে গিয়ে সুযোগ করে দেবে দলই। কোনও লবি করার প্রয়োজন নেই। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে রাজ্যের ছাত্র-যুবদের প্রতি বার্তায় মমতা বলেন, ভালো কাজ করলে তার ফল আপনি পাবেনই। মনে রাখবেন উন্নততর চরিত্র তৈরি করাই আসল। আপনার কাজই আসল।

[আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি ছাড়াই বাড়বে কলকাতা মেট্রোর আয়! উপায় বাতলে দিল আইআইএম কলকাতা][আরও পড়ুন: ভাড়া বৃদ্ধি ছাড়াই বাড়বে কলকাতা মেট্রোর আয়! উপায় বাতলে দিল আইআইএম কলকাতা]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাই আমি আমাদের দলে এমন কর্মী চাই, যিনি কুৎসার কাছে আত্মসমর্পণ করবেন না। যে কর্মী টাকার কাছে নিজেকে বিকিয়ে দেবেন না। একেবারে নিঃস্বার্থ কর্মীই আমি চাই। মনে রাখবেন টাকা সাময়িক, কর্তব্যনিষ্ঠাই সবার আগে। কর্তব্যনিষ্ঠ হলেই আপনারাই ভবিষ্যতে দেশ চালানোর কারিগর হয়ে উঠবেন।

[আরও পড়ুন:বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার][আরও পড়ুন:বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার]

English summary
CM Mamata Banerjee tales of her student life and to be leader form student. She gives message to student from student rally at Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X