For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সময়ের সঙ্গে আধুনিক হচ্ছে পরিষেবা, দমকল-পুলিশে মমতার প্রশাসন নিল নয়া উদ্যোগ

আধুনিকতার মোড়কে সেজে উঠছে দমকল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে নতুন পরিষেবার উদ্বোধন হল।

  • |
Google Oneindia Bengali News

আধুনিকতার মোড়কে সেজে উঠছে দমকল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে নতুন পরিষেবার উদ্বোধন হল। মঙ্গলবার নবান্ন থেকে নয়া পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজ পতাকা নেড়ে নবান্ন থেকে নয়া পরিষেবার সূচনা করেন তিনি।

দমকলের নতুন ৫০টি ইঞ্জিন

দমকলের নতুন ৫০টি ইঞ্জিন

দমকলের নতুন ৫০টি ইঞ্জিন উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ৩০টি আবার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। পুলিশের জন্য বিশেষ গাড়ির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। সেই গাড়িতে লাগানো থাকবে ক্যামেরা। গরিবদের জন্য মুখ্যমন্ত্রী এদিন ৪০ লক্ষ বাড়িরও অনুমোদন দেন।

গাড়িতে ক্যামেরা লাগানো

গাড়িতে ক্যামেরা লাগানো

মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাধুনিক পরিষেবা প্রদানের দমকল ও পুলিশের গাড়ি উদ্বোধন করে বলেন, যাতে আরও সুষ্ঠু পরিষেবা প্রদান করা যায়, তার জন্যই এই উদ্যোগ। ক্যামেরা লাগানো গাড়িতে পরিষেবা দিতে সুবিধা হবে। ওই ক্যামেরায় অনেক অদেখা ছবি ধরা পড়বে।

[আরও পড়ুন:মমতার ক্নিন অ্যান্ড গ্রিন সিটির স্বপ্ন, বাস্তবায়নে থুতু-পিক বন্ধের কড়া নিদান বৈঠকে][আরও পড়ুন:মমতার ক্নিন অ্যান্ড গ্রিন সিটির স্বপ্ন, বাস্তবায়নে থুতু-পিক বন্ধের কড়া নিদান বৈঠকে]

ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ

ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ

এদিন কলকাতাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নিতে এরপরই বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া হচ্ছে মমতার প্রশাসন। আর যত্রতত্র পান-গুটখার পিক, থুতু নয়। সেইসব ঘটনার নজরদারিতে অত্যাধুনিক এই সব গাড়িগুল বিশেষ সহায়ক হবে। নবান্নে জরুরি বৈঠকে এদিনই সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা।

[আরও পড়ুন:গনি-প্রিয় থাকলে অন্যরকম হত কংগ্রেস! লক্ষ্মণ 'বধে' কী ভাবে সাহায্য, শুভেন্দু জানালেন সেকথা][আরও পড়ুন:গনি-প্রিয় থাকলে অন্যরকম হত কংগ্রেস! লক্ষ্মণ 'বধে' কী ভাবে সাহায্য, শুভেন্দু জানালেন সেকথা]

শহর পরিচ্ছন্নতার নিদান

শহর পরিচ্ছন্নতার নিদান

একইসঙ্গে এদিনই থুতু, পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে অর্থাৎ শহরের অপরিচ্ছন্নতা রুখতে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শহরকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আলোচনা হয়, যাঁরা শহরকে অপরিচ্ছন্ন করবে, তাঁদের জন্য কী ধরনের শাস্তি বিধান করা যায়।

[আরও পড়ুন: নেতাজির মৃত্যু দিন 'প্রকাশ' করল মমতার দলের পুরসভা! ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা][আরও পড়ুন: নেতাজির মৃত্যু দিন 'প্রকাশ' করল মমতার দলের পুরসভা! ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা]

English summary
CM Mamata Banerjee starts new and modern service for fire brigade and police. Mamata Banerjee wants to build clean and green city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X