For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসকনের রথযাত্রার সূচনা করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতার, বিশ্ব-শান্তির প্রার্থনা

ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে উপস্থিত হয়ে এই রথযাত্রার সূচনা করেন তিনি।

Google Oneindia Bengali News

ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে উপস্থিত হয়ে এই রথযাত্রার সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেন, সাংসদ-অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা সোহম, অভিনেত্রী শ্রাবন্তী। মুম্বইখ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীও ইসকনের রথযাত্রার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসকনের রথযাত্রার সূচনা করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতার, বিশ্ব-শান্তির প্রার্থনা

এবার ইসকনের রথযাত্রা ৪৭ বছরে পদার্পণ করল। মুখ্যমন্ত্রী প্রতিবছরের মতো এবারও মন্দিরে উপস্থিত হন। তিনিই রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন। ইসকনের রথযাত্রার সূচনা করে তিনি দেশের ও দশের মঙ্গলকামনা করেন। তিনি রাজ্য তথা দেশ ও বিশ্ব-শান্তি কামনা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসব সকলের জন্য। জাতি-বর্ণ নির্বিশেষ মানুষ এই উৎসবে অংশ নেন। তার কারণ ধর্ম সবার মনে, উৎসব সকলের জন্যে। জগতের নাথ জগন্নাথ সকলকে ভালো রাখবেন এই কামনা করি। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সকলকে অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব পালন করবেন। সর্বধর্ম সমন্বয়ে উৎসব পালন করুন সুষ্ঠুভাবে।

প্রতিবারের মতোই মুখ্যমন্ত্রী বিগ্রহের আরতি করেন। তারপর নারকেল ফাটানোর পর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরোহিতরা। মঙ্গল ঘটের জল ছিটিয়ে রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী। তারপরই রথ এগিয়ে তলে মাসির বাড়ির দিকে। ভক্তবৃন্দরা দলে দলে উপস্থিত হয়ে রথের রশি টেনে নিয়ে যান ময়দানের উদ্দেশ্যে।

অ্যালবার্ট রোড থেকে যাত্রা শুরু করে শরৎ বোস রোড, হাজরা রোড, জওহরলাল নেহরু রোড ধরে ময়দানে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা। ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে এক সপ্তাহ কাটিয়ে ফের উল্টোরথের দিন ইসকন মন্দিরে ফিরে আসেন। সপ্তাহভর ময়দানে নানা উপচারে ভোগ দেওয়া হয়।

[আরও পড়ুন:রথযাত্রার দিনে এই ১২টি কাজ যা সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে, জানুন ][আরও পড়ুন:রথযাত্রার দিনে এই ১২টি কাজ যা সুখ ও সমৃদ্ধি বয়ে আনতে পারে, জানুন ]

[আরও পড়ুন: যেমন তেমন বানালেই হল না, পুরীর রথের প্রতিটি অংশের রয়েছে বিশেষ বিশেষ তাৎপর্য][আরও পড়ুন: যেমন তেমন বানালেই হল না, পুরীর রথের প্রতিটি অংশের রয়েছে বিশেষ বিশেষ তাৎপর্য]

English summary
CM Mamata Banerjee starts of Iskcon's Rath Yatra at Kolkata. CM Mamata Banerjee gives message of all-religion co-ordinate in the beginning of Iskan's Rath Yatra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X