For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- 'সংবিধান বাঁচাও' ধরনায় বিরোধী ঐক্য, মমতার মঞ্চে উপস্থিত তেজস্বী ও কানিমোঝি

বাংলায় অভ্যুত্থানের চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। ভেঙে দেওয়ার চেষ্টা করছেন ফেডারেল স্ট্রাকচার। বিজেপির রাজত্বে ভারতের সংবিধান বিপন্ন। তাই এখন থেকেই মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তিনি।

Google Oneindia Bengali News

কলকাতার নগরপালের বাড়িতে সিবিআই হানার পর সংবিধান বাঁচাতে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে বৈঠকের পর সাংবাদিক সম্মেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকেই মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তিনি। তার অদ্যাবধি পরেই মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে পড়েন।

Live : সংবিধান বাঁচাতে সত্যাগ্রহে বসলেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, গতকাল সিপির বাড়ির সামনে সিবিআই হানা দেয়। নজিরবিহীনভাবে আটক করা হয় সিবিআই আধিকারিকদের। রাজ্য-কেন্দ্র সংঘাত ফের চরমে উঠল এর ফলে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে। তারপর সিপির বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়।

মেট্রো চ্য়ানেলে সারা রাত ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সারসরি লাইভ-

Newest First Oldest First
10:00 PM, 4 Feb

চিটফান্ড মামলার দ্রুত নিষ্পত্তি ও নারদা মামলায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল করবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
https://bengali.oneindia.com/news/kolkata/get-the-live-update-on-mamata-banerjee-dharna-in-metro-channel-kolkata-048777.html
9:19 PM, 4 Feb

কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই-এর অভিয়োগের মামলার জন্য ভারতের মুখ্য বিচারক রঞ্জন গগৈ-য়ের নেতৃত্বে গঠিত হল ৩ সদস্যের বেঞ্চ। শুনানি হবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)
8:52 PM, 4 Feb

মমতার 'সংবিধান বাঁচাও' ধরনা-মঞ্চে উপস্থিত আরজেডি নেতা তেজস্বী যাদব ও ডিএমকে নেত্রী কানিমোঝি।
8:50 PM, 4 Feb

মমতা বন্দোপাধ্য়ায়ের পাশে থাকতে কলকাতায় আসলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ও ডিএমকে নেত্রী কানিমোঝি।
8:48 PM, 4 Feb

পশষ্চিমবঙ্গের মুখ্য সচিব ও ডিজিপি ও কলকাতার নগরপালের নামে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল সিবিআই। ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতকে অবমাননা করার অভিযোগ করা হল তাঁদের বিরুদ্ধে।
8:45 PM, 4 Feb

মরতেও রাজি আছেন, আপোষে নয় - ফের জানালেন মমতা। বললেন, টিমসি নেতাদের ধরপারড়ের সময়ও তিনি রাস্তায় নামেননি। কিন্তু কলাতার মরালের চেয়ারকে অসম্মানের চেষ্টা তিনি মানবেন না।
8:43 PM, 4 Feb

ডামাডোলের মধ্যেই সোমবার পুলিশদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। ছিলেন ঘটনার মধ্যমণি মগরপাল রাজীব কুমার-ও।
8:41 PM, 4 Feb

চিটফান্ড তদন্তের জেরে আক্রান্ত হল ভবানীপুরের বিজেপি-র পার্টি অফিস।
8:40 PM, 4 Feb

সোমবারই শহর ছাড়লেন সিবিআই-এর কলকাতার যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব।
8:34 PM, 4 Feb

এদিন সারাদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা।
4:21 PM, 4 Feb

রাজীবকাণ্ডে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, বললেন- 'রাহুল গান্ধী নিজে টুইট করে লিখেছিলেন যে পশ্চিবঙ্গে ২০ লক্ষ লোক চিটফান্ডে অর্থ খুঁইয়েছেন। ২০১৪ সালে আমাদের শপথ নেওয়ার আগে নারদা, সারদা কেসগুলি হয়েছে।'
4:16 PM, 4 Feb

রাজীবকাণ্ডে তোপ বিজেপি-র, সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদের প্রশ্ন, 'একজন পুলিশ কমিশনার একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ধরনায় বসছেন? এর মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের পদাঙ্ক অনুসরণ করছেন।'
4:13 PM, 4 Feb

সিবিআই-এর বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ।
4:10 PM, 4 Feb

'২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই তদন্ত শুরু হয়েছিল, মমতাজি যদি সত্যি ভয় না পেয়ে থাকেন তাহলে তিনি কেন বিরোধিতা করছেন? যারা চুরি করে তারাই ভয় পায়।'- রাজীবকাণ্ডে প্রতিক্রিয়া কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র কুমারের।
3:37 PM, 4 Feb

'আমাদের সত্যাগ্রহ কোনও সংস্থার বিরুদ্ধে নয়, এটা মোদী সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে।'- মমতা বন্দ্যোপাধ্যায়
3:28 PM, 4 Feb

'পশ্চিমবঙ্গে মমতাজি-র এমার্জেন্সি চলছে আমাদের নয়।'-সাংবাদিক সম্মেলনে বললেন প্রকাশ জাভড়েকর।
3:27 PM, 4 Feb

'সারদা চিটফান্ড মামলায় সুপ্রিম কোর্টে একাধিকবার ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, তাই গতকাল সিবিআই-এর অভিযান, পুলিশ কমিশনারকে এর আগে বহুবার ডাকাও হয়েছিল কিন্তু তিনি আসেননি।' লোকসভায় বক্তব্য পেশের সময় বললেন রাজনাথ সিং।
3:25 PM, 4 Feb

'রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে কথা বলেছেন এবং সমস্যা সমাধানে অতি সত্ত্বর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।'- লোকসভায় বক্তব্য পেশের সময় জানিয়েছেন রাজনাথ সিং।
3:23 PM, 4 Feb

'সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বহু রাজনৈতিক ও প্রভাবশালী লোকজন জড়িত আছে তা সিবিআই-কে এর আগে একাধিকবার বিভিন্ন নির্দেশে বলেছিল সুপ্রিম কোর্ট'- লোকসভায় রাজীবকাণ্ডে বয়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর।
3:20 PM, 4 Feb

ধরনা মঞ্চেই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের ফাইল পত্তরে সই করলেন মমতা।
3:17 PM, 4 Feb

'আধা সেনা মোতায়েন করতে হয়েছিল, অথচ ওই সব অফিসাররা দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করছিলেন, পশ্চিমবঙ্গে এখন নৈরাজ্য চলছে।'- স্মৃতি ইরানি।
3:15 PM, 4 Feb

'কেন্দ্রীয় সরকার পশ্চিবঙ্গে যা করেছে তা ভয়ানক, এটা সংবিধান ও গণতন্ত্রের বিরোধী, প্রতিটি রাজ্যেই নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী ইডি বা সিবিআইকে এভাবে পাঠান এবং তাঁরা পদস্থ সরকারি কর্তাকে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে বলতে হবে এই দেশটা আর নিরাপদ নয়।'- অরবিন্দ কেজরিওয়াল।
3:01 PM, 4 Feb

'পশ্চিমবঙ্গে যাতে সুষ্টু পরিবেশে লোকসভা নির্বাচন হয় তার জন্য নির্বাচন কমিশনে আমরা আবেদন করলাম, জানালাম তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে কোনও ভরসা রাখে না।'- নির্বাচন কমিশন থেকে বেরিয়ে প্রতিক্রিয়া নির্মলা সীতারামনের।
2:07 PM, 4 Feb

আজ সকালে মমতার ধরনামঞ্চে ক্যামেরাবন্দি হয়েছে এমনই ছবি।
2:04 PM, 4 Feb

নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে নালিশ বিজেপি-র, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্মলা সীতারামন, সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুক্তার আব্বাস নকভি, সুরিন্দর সিং আলওয়ালিয়া।
2:00 PM, 4 Feb

'যারা এই বিষয়গুলি ঘটিয়েছে তাঁরাই একমাত্র উত্তর দিতে পারবে, আমি এ বিষয়ে কোনও কথা বলব না, যা বলার নির্বাচনের দিন ঘোষণার পর বলব, তবে নির্বাচনের দিন ঘোষণার আগে দেশে যে কোনও ধরনের ঘটনা ঘটতে পারে।'- নীতীশ কুমার
1:58 PM, 4 Feb

মমতার পাশে দাঁড়ালেন মেহবুবা মুফতি সইদ, জানালেন যেভাবে দেশের সাংবিধানিক সংস্থাগুলি যেমন সিবিআই,-এর ভাবমূর্তিকে ক্ষুন্ন করা হচ্ছে তা দূর্ভাগ্যজনক।
1:42 PM, 4 Feb

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দার্জিলিং-এ গোর্খা জনমুক্তি মোর্চার মিছিল।
1:37 PM, 4 Feb

'কেন্দ্রীয় সরকারের উচিত সঠিক ব্যবহার করা, যে ভাবে কেন্দ্রীয় সাংবিধানিক সংস্থাগুলিকে ধ্বংস করতে চাইছে তা ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর।'- এইচ ডি কুমারস্বামী।
12:54 PM, 4 Feb

ধরনা মঞ্চে পায়চারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
READ MORE

English summary
CM Mamata Banerjee starts dharna at Metro Chanel of Kolkata against Modi. She decides to sit on dharna to save constituency,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X