For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘গট-আপ’ ম্যাচে মোদীর আর এক ‘স্ট্রাইক’! নীরব মোদীর গ্রেফতারিতে খোঁটা মমতার

‘পর্দেকে পিছে কোন হ্যায়। আসলি যো ছুপা রুস্তম হ্যায় নিকাল গয়া।’ আসলে এটা গট-আপ ম্যাচ। দেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে নীরব মোদীর আবির্ভাব থেকে শুরু করে গ্রেফতার হওয়া পুরোটাই নাটক।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

'পর্দেকে পিছে কোন হ্যায়। আসলি যো ছুপা রুস্তম হ্যায় নিকাল গয়া।' আসলে এটা গট-আপ ম্যাচ। দেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে লন্ডনে নীরব মোদীর আবির্ভাব থেকে শুরু করে গ্রেফতার হওয়া পুরোটাই নাটক। পুরোটাই গট-আপ। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকারকে। তিনি বলেন, নির্বাচন এসেছে, এটা হল নীরব মোদী স্ট্রাইক।

‘গট-আপ’ ম্যাচে মোদীর আর এক ‘স্টাইক’! নীরব মোদীর গ্রেফতারিতে খোঁটা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলেইছিলাম নির্বাচনের আগে আরও একটা স্ট্রাইক দেখবেন। কী স্ট্রাইক বলিনি। কিন্তু বলেছিলাম এক স্ট্রাইক দেখবেন। দেখলেন তো এবার নীরব মোদী স্ট্রাইক। নির্বাচনের জন্য এইগুলো রাখা থাকে সিনেমার মতো। এই বলেই মমতার হুঁশিয়ারি মোদী সরকারকে, এমন স্ট্রাইক করবেন না যাতে দেশ পিছিয়ে যায়।

[আরও পড়ুন: পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের][আরও পড়ুন: পায়ে হেঁটেই হেভিওয়েটদের টক্কর দিচ্ছেন ভোট প্রচারে, রায়গঞ্জে মরিয়া লড়াই সেলিমের]

তাঁর কথায়, নীরব মোদী গ্রেফতারিতে সরকারের কোনও ক্রেডিবিলিটি নয়। এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে বিজেপি সরকারের। এই সরকার কিছু করতে পারেনি। এমনকী এয়ার ইন্ডিয়া আমাদের গর্বের জায়গা, এই সরকার সেটাও বিক্রি করে দিয়েছে। এরাই নীরব মোদীদের পালাতে সাহায্য করেছিল, এখন গটআপ ম্যাচ দেখাচ্ছে।

[আরও পড়ুন:এবার লক্ষ্য সাড়ে তিন লাখ! 'ডাক্তারবাবু'কে নিয়ে ঘাটালে পা দিলেন তৃণমূল প্রার্থী দেব ][আরও পড়ুন:এবার লক্ষ্য সাড়ে তিন লাখ! 'ডাক্তারবাবু'কে নিয়ে ঘাটালে পা দিলেন তৃণমূল প্রার্থী দেব ]

তিনি বলেন, নোট বন্দি করে দেশের বড় বিপর্যয় ডেকে এনেছে এই সরকার। দেশে বেকারি ৪৫ বছরের মধ্যে সবথেকে বেশি। কৃষকরা কিছু পাচ্ছেন না, তাই আত্মহত্যা করছেন। নির্বাচনের সময় শুধু টাকা দিলে আর তিলক কাটলে মানুষের উপকার হয় না। আর এইভাবে নির্বাচনও হয় না।

[আরও পড়ুন: সরকার এলেই হবে 'ঐতিহাসিক কাজ'! মোদীর পথেই হাঁটলেন রাহুল, মাসে মাসে আসবে টাকা ][আরও পড়ুন: সরকার এলেই হবে 'ঐতিহাসিক কাজ'! মোদীর পথেই হাঁটলেন রাহুল, মাসে মাসে আসবে টাকা ]

মমতা মনে করেন, বিজেপি যা করছে, তা ভুল করছে। তিনি বলেন, আমরা দেশের গদ্দার নয় আমরা দেশের বাফাদার। যে দেশের আসল চৌকিদার তাকে আমরা শ্রদ্ধা করি। একইসঙ্গে তিনি বসন্তোৎসবের শুভেচ্ছা জানান বঙ্গবাসীকে, হোলির শুভেচ্ছা জানান দেশবাসীকে। বলেন, দোল আমাদের সকলকে আরও বেশি রঙিন করে দেয়। সবাই শান্তিতে এবং সুন্দরভাবে দোল পালন করুন।

English summary
CM Mamata Banerjee says that Nirav Modi’s arrest is a got up match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X