For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতের নির্বাচনের জন্য রাজনীতি! পশ্চিমবঙ্গে CAA নিয়ে অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গুজরাতের দুটি জেলায় পাকিস্তান থেকে আগত সেখানকার হিন্দুদের নাগরিকত্ব দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসরণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবারের ওই নির্দেশের পরে বুধবার চেন্নাই যাত্রা সময় মুখ খুললেন পশ্চিমবঙ্গে

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের দুটি জেলায় পাকিস্তান থেকে আগত সেখানকার হিন্দুদের নাগরিকত্ব দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুসরণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবারের ওই নির্দেশের পরে বুধবার চেন্নাই যাত্রা সময় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গুজরাতে ভোট আসছে বলে রাজনীতি করা হচ্ছে। এসব পশ্চিমবঙ্গে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

 ব্রিজ দুর্ঘটনায় তদন্ত দাবি

ব্রিজ দুর্ঘটনায় তদন্ত দাবি

চেন্নাই যাত্রার সময়, মুখ্যমন্ত্রীকে সাংবাগিকরা একাধিক বিষয়ে প্রশ্ন করেন। সেই সময় মুখ্যমন্ত্রী প্রথমেই প্রশ্ন তোলেন, কেন মরবিতে ব্রিজ দুর্ঘটনার তদন্তে সিবিআই কিংবা ইডির মতো তদন্তকারী সংস্থাকে যুক্ত করা হল না। মরবির ব্রিজ দুর্ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলে তিনি বলেছেন, রাজনীতি কিংবা নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মানুষের জীবন গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই-ইডিকে ব্যবহার করার অভিযোগ তুলে বারে বারে।

সিএএ নিয়ে অবস্থান

সিএএ নিয়ে অবস্থান

গুজরাতের আনন্দ ও মেহসানা জেলায় বসবাসবাকী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা সেই সব দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, নাগরিকত্ব দিতে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছে, তাতে সারা ভারতের সঙ্গে বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গেও। এব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সিএএ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ এর বাইরে থাকবে না। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে সিএএ-র বিরুদ্ধে। তা কোনওভাবেই পশ্চিমবঙ্গে লাগু হতে দেওয়া যাবে না। তারা এর বিরোধিতা করছেন।

গুজরাতের নির্বাচনের জন্য রাজনীতি

গুজরাতের নির্বাচনের জন্য রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ গুজরাতের নির্বাচনের জন্যই রাজনীতি করা হচ্ছে, বিজেপি বিষয়টিকে ইস্যু করছে। নির্বাচন আর রাজনীতির থেকে মানুষের জীবন অনেক দামী বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৯-এ নাগরিকত্ব সংশোধনী আইন পাশের সময় থেকেই এর বিরোধিতা করে আসছে। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য থেকে মতুয়া সমাজের অন্যতম প্রতিনিধি শান্তনু ঠাকুর বলেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাজ্য সরকার সমর্থন না করলে সিএএ, রাজ্যে লাগু করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রকের গুজরাত নিয়ে সোমবারের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেছেন, যদি তা গুজরাতে শুরু হয়, তাহলে তিনি মনে করেন, প্রথম ধাপ শুরু হল।

বিরোধীরা বিজেপির বিরুদ্ধে একত্রিত হবে

বিরোধীরা বিজেপির বিরুদ্ধে একত্রিত হবে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আশাপ্রকাশ করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে একত্রিত হবে। এব্যাপারে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি।

Russia-Ukraine War: ২৪ ঘন্টায় কমপক্ষে হাজার রুশ সেনার মৃত্যু! ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতিRussia-Ukraine War: ২৪ ঘন্টায় কমপক্ষে হাজার রুশ সেনার মৃত্যু! ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি

English summary
CM Mamata Banerjee says CAA will not be implemented in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X