For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় টালা ব্রিজ দিয়ে চলবে না ভারী গাড়ি! রাইটসের শর্ত মেনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকলের আশা ছিল মুখ্যমন্ত্রীর ওপর। যদি তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে পুজোর কটা দিন উত্তর কলকাতার টালা ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলরে বন্দোবস্ত করেন। যদিও শেষ পর্যন্ত তা হল না।

  • |
Google Oneindia Bengali News

সকলের আশা ছিল মুখ্যমন্ত্রীর ওপর। যদি তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে পুজোর কটা দিন উত্তর কলকাতার টালা ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচলরে বন্দোবস্ত করেন। যদিও শেষ পর্যন্ত তা হল না। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, রাইটসের আপত্তিতেই পুজোয় টালা ব্রিজ দিয়ে বাস চালানো সম্ভব হচ্ছে না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নতুন তৈরি মাঝেরহাট ব্রিজ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করা হচ্ছে।

টালা ব্রিজ নিয়ে রাইটসের শর্ত মানলেন মুখ্যমন্ত্রী

টালা ব্রিজ নিয়ে রাইটসের শর্ত মানলেন মুখ্যমন্ত্রী

দিন কয়েক আগে থেকেই বার্তাটা ছিল টালা ব্রিড নিয়ে। গত বুধবার ব্রিজ পরিদর্শন করেছিলেন রাইটসের প্রতিনিধিরা। ছিলেন গার্ডেনরিচ শিপ বিল্ডার্স, রেল ও পূর্ত দফতরের প্রতিনিধিরা। পরে তারা রিপোর্ট জমা পড়ে নবান্নে। রিপোর্টে জানানো হয় ব্রিজের বিভিন্ন প্রকোষ্ঠে জল জমে রয়েছে। ফলে এই সেতু আর সংস্কার করা সম্ভব নয়। এই কারণে ব্রিজটি ভেঙে ফেলার ব্যাপারেও তারা মত প্রকাশ করেন।

বৃহস্পতিবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় হাইটবার বসিয়ে আপাতত ব্রিজ দিয়ে বাস ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। সেই মতো রবিবার থেকে ব্রিজ দিয়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিভিন্ন পুজো কমিটি ছাড়াও নাগরিক সমাজ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ছিল যদি পুজোর কটা দিন টালা ব্রিজ দিয়ে বাস চালানো যায়। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে জানান, রাইটসের আপত্তিতে ৩ টনের বেশি ভারী গাড়ি চালা ব্রিজের ওপর দিয়ে চালানোা সম্ভব হচ্ছে না।

মুখ্যমন্ত্রী জানান, ৩ অক্টোবর ব্রিজটি ফের পরীক্ষা করা হবে। দেশের বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে থাকবেন বিদেশি বিশেষজ্ঞরাও। ১২ তারিখ রিপোর্টের ভিত্তিতে বৈঠক হবে। সেই বৈঠকেই টালা ব্রিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রেল-সেতু নিয়ে মৌ-প্রস্তাব মুখ্যমন্ত্রীর

রেল-সেতু নিয়ে মৌ-প্রস্তাব মুখ্যমন্ত্রীর

রেললাইনের ওপর থাকা সেতুর রক্ষণাবেক্ষণ নিয়ে মৌ চুক্তির প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি রাস্তা ঠিক করে পিডব্লুডি। কিন্তু রেললাইনের ওপর থাকা ব্রিজের অংশ রক্ষণাবেক্ষণ করার কথা রেলের। যেমন হয়েছে মাঝেরহাটে, ঠিক তেমনই হয়েছে টালায়। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা রেল লাইনের ওপর থাকা ব্রিজের অংশের। ব্রিজ রক্ষণাবেক্ষণে রেল কাজ করছে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

 মাঝেরহাট ব্রিজ চালুর চেষ্টা ডিসেম্বরে

মাঝেরহাট ব্রিজ চালুর চেষ্টা ডিসেম্বরে

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে জানান, নতুন তৈরি হওয়া মাঝেরহাট ব্রিজ ডিসেম্বরের মধ্যে চালু করার চেষ্টা করছে সরকার। ২০১৮-র ৪ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। পরে এবছরের শুরুর দিকে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়।

[যোগী রাজ্যে শুরু বাংলাদেশি সনাক্তকরণ! পদ্ধতি নিয়ে সমালোচনা][যোগী রাজ্যে শুরু বাংলাদেশি সনাক্তকরণ! পদ্ধতি নিয়ে সমালোচনা]

[ দলিতদের সুরক্ষা দিতে আইন! বিতর্কিত আদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট][ দলিতদের সুরক্ষা দিতে আইন! বিতর্কিত আদেশ প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট]

English summary
CM Mamata Banerjee says, Buses will not go over the Tala Bridge in Durga Puja. She said, expert team will visit the bridge on 3 rd October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X