For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিঠি পেতেই চরম ক্ষুব্ধ মমতার ফোন শোভনকে, কড়া দাওয়াই দিতেই ফিরল সম্বিত

বর্ষা শুরু হতেই জল-যন্ত্রণা শুরু হয়েছে কলকাতাজুড়ে। বৃহত্তর কলকাতার অংশ দক্ষিণ ২৪ পরগনার বেহালায় জল-যন্ত্রণা তীব্র আকার নিয়েছে। জল জমা আর বেহাল রাস্তার নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বর্ষা শুরু হতেই জল-যন্ত্রণা শুরু হয়েছে কলকাতাজুড়ে। বৃহত্তর কলকাতার অংশ দক্ষিণ ২৪ পরগনার বেহালায় জল-যন্ত্রণা তীব্র আকার নিয়েছে। জল জমা আর বেহাল রাস্তার নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে প্রয়োজনীয় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠি পেতেই চরম ক্ষুব্ধ মমতার ফোন শোভনকে, কড়া দাওয়াই দিতেই ফিরল সম্বিত

এদিন হঠাৎ করেই দিদির নাম ভেসে ওঠে শোভনের ফোনে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্নেহের কাননকে ফোন করে জানতে চান, আর কতদিন বেহালার বেহাল দশা থাকবে। চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, জল নেমে গেলেও রাস্তার যা হাল সেখানে চলাফেরা করা যাচ্ছে না, খানা-খন্দে ভরা রাস্তায় ঝুঁকির যাতাযাত করতে হচ্ছে বাসিন্দাদের।

বর্যার প্রথম জলেই বেহালায় যে জল-যন্ত্রণা শুরু হয়েছে, তা থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অনেক চিঠি জমা হয়েছে। সেই চিঠি দেখেই মেয়রের উপর ক্ষোভ প্রকাশ করে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন:'ভাই'কে পাঠিয়ে বিজেপিতে ইট পেতে রেখেছেন 'দাদা', অধীরকে ফের কটাক্ষ শুভেন্দুর][আরও পড়ুন:'ভাই'কে পাঠিয়ে বিজেপিতে ইট পেতে রেখেছেন 'দাদা', অধীরকে ফের কটাক্ষ শুভেন্দুর]

এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপর হন শোভন চট্টোপাধ্যায়ষ তিনি নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিংয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। মেয়র পারিষদ জানান, এ বিষয়ে মেয়রের সঙ্গে কথা হয়েছে তাঁর। এলাকায় মেট্রোর কাজ চলছে, সেই কারণেই রাস্তা ভাঙা। পুরসভা কাজ করছে। থেমে নেই। মেট্রোর কাজের জন্য নিকাশিরও সমস্যা হচ্ছে। বেহালাবাসীও তা জানেন। পুরসভার পক্ষ থেকে চেষ্টার কসুর করা হচ্ছে না।

[আরও পড়ুন:তোলাবাজির 'বিষবৃক্ষ' পুঁতেছিলেন মমতাই! সঙ্গে আর যা বললেন 'খাদের কিনারা'য় থাকা এই নেতা][আরও পড়ুন:তোলাবাজির 'বিষবৃক্ষ' পুঁতেছিলেন মমতাই! সঙ্গে আর যা বললেন 'খাদের কিনারা'য় থাকা এই নেতা]

English summary
CM Mamata Banerjee phones to Mayor Sovan Chatterjee and orders to work in Behala. Because Behala’ss waterlogging and road condition is now very bad due to rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X