For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর, আদালতের কাছে জানালেন আর্জি

নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী, আদালতের কাছে জানালেন আর্জি

Google Oneindia Bengali News

একের পর এক নিয়োগ মামলা নিয়ে বিধানসভায় উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় অভিযোগ করে বলেছেন, যখনই কোনও নিয়োগ করতে যাই তখনই মামলায় আটকে যায়। বিধানসভা মারফৎ আদালতের কাছে আবেদন করেছেন তিনি মানুষের স্বার্থে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন আদালত এমন কিছু করুন যাতে মানুষের সুবিধা হয়।

নিয়োগ মামলা নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিয়োগ মামলা নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যখনই নিয়োগ করতে যাই তখনই কেউ না কেউ মামলা করে বসেন। আর নিয়োগে স্থগিতাদেশ আসছে। রাজ্যকে এই মামলা গুলি লড়তে হচ্ছে। মামলা লড়তে লড়তেই সব টাকা চলে যাচ্ছে। তারপরেই তিনি বিধানসভা মারফৎ আদালতের কাছে আর্জি জানিয়েছেন, 'যাতে মানুষের সুবিধে হয় এমন কিছিু করুন। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে'

নিয়োগ দুর্নীতি মামলা

নিয়োগ দুর্নীতি মামলা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত রাজ্য সরকার। গ্রুপ-ডি, গ্রুপ সি থেকে শুরু করে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, টেট একাধিক মামলা চলছে হাইকোর্টে। তার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলায় রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের একাধিক আধিকারীক ইডি-সিবিআই হেফাজতে রয়েছেন। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

দুয়ারে সরকার নিয়ে চ্যালেঞ্জ

দুয়ারে সরকার নিয়ে চ্যালেঞ্জ

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দুয়ারে সরকার নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেছেন দুয়ারে সরকার চালু হবেই। তার জন্য যতদূর যেতে হয় ততদূর তিনি যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এই নিয়ে রাজ্য বিধানসভায় বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আমরাও অনেক দিন বিরোধী রাজনীতি করেছি। কিন্তু কোনওদিন উন্নয়নকে স্তব্ধ করিনি। লক্ষ্মীর ভাণ্ডার, পুরো রাজ্যের টাকা, তা নিয়েও চিঠি লিখেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা মিসইউজ করছে, কোথা থেকে এল? আর এরা হচ্ছে, শুধু বদনাম করতে পারে। '

উত্তাল বিধানসভা

উত্তাল বিধানসভা

গত কয়েক দিন ধরেই উত্তাল বিধানসভা। একাধিক ইস্যুতে বিরোধীরা সরব হয়েছে। প্রথম দিন থেকে অখিল গিরির অপসারণের দাবিতে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা। তার পরের রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ অভিযোগ করে বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। তারপর ওয়াক আউট করেন তাঁরা। তার পরের দিন আবার সারের কালোবাজারির প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখান বিরোধীরা। প্রতিক্ষেত্রেই নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।

সাত সকালে হাইকোর্টে হাজিরা শিক্ষা সচিবের, আগেই ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যেরসাত সকালে হাইকোর্টে হাজিরা শিক্ষা সচিবের, আগেই ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের

English summary
CM Mamata Banerjee offender with cases against Recruitment During Assembly session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X