For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কে হবেন টিএমসিপি-র সভাপতি, মমতার মুখে শোনা গেল সম্ভাবনার একটাই নাম

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হয়ে গেল সভাপতিকে ছাড়াই। প্রশ্নটা ছিলই, কে হতে চলেছেন পরবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বা সভানেত্রী।

Google Oneindia Bengali News

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হয়ে গেল সভাপতিকে ছাড়াই। প্রশ্নটা ছিলই, কে হতে চলেছেন পরবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বা সভানেত্রী। জয়া দত্তের স্থলাভিষিক্ত কে হবেন, সেই প্রশ্নের জবাব পেতে ঔৎসুক্য নিয়ে রাজনৈতিক মহল চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার দিকে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বের হল কেবল একটিই নাম।

সভাপতি নয়, কমিটি

সভাপতি নয়, কমিটি

না, এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বা সভানেত্রী হিসেবে কারও নাম ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেননি কোনও সম্ভাবনার কথা। তিনি শুধু জানিয়েছেন একটি কমিটি গড়ার কথা। তবে এটা যেহেতু জনসভা, এখানে নয়, অন্য একদিন সবাইকে ডেকে তিনি একটি কমিটি গড়ে দেবেন। ইঙ্গিত সেই কমিটিই বাছবেন নতুন সভাপতি বা সভানেত্রীকে।

[আরও পড়ুন:ছাত্রাবস্থায় ফিরে গেলেন মমতা, ভবিষ্যতের কারিগরদের শোনালেন নেত্রী হয়ে ওঠার গল্প][আরও পড়ুন:ছাত্রাবস্থায় ফিরে গেলেন মমতা, ভবিষ্যতের কারিগরদের শোনালেন নেত্রী হয়ে ওঠার গল্প]

মমতার মুখে উচ্চারিত এক নাম

মমতার মুখে উচ্চারিত এক নাম

মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সুব্রত বক্সি, অশোক দেব, তাপস রায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায়দের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলেছেন। বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন অনেক নামের মধ্যে একটি নাম তাঁর মুখে এসেছে। সেই নাম ছাত্র-নেত্রীর। সেই নাম লগ্নজিতা চক্রবর্তীর। অনেক নামের মধ্যে ছাত্র-নেত্রী হিসেবে এই একজনের নামই মুখ্যমন্ত্রীর মুখে উচ্চারিত হওয়ায় সম্ভাব্য সভানেত্রী হিসেবেও উঠে আসছে ওই নামটিই- লগ্নজিতা চক্রবর্তী।

[আরও পড়ুন: বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার][আরও পড়ুন: বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার]

জয়া দত্তের অপসারণে চর্চা

জয়া দত্তের অপসারণে চর্চা

জয়া দত্তের অপসারণের পর থেকেই বহু নাম ঘুরপাক খাচ্ছে। কিন্তু এখনও নতুন সভানেত্রী স্থির হয়নি। মঙ্গলবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভামঞ্চে খোদ মুখ্যমন্ত্রীর মুখে সেই নাম উচ্চারিত হওয়ার পর তৃণমূলের অন্দরেও সেই নাম নিয়ে আলোচনা চলছে। আর তা থেকেই ধারণা লগ্নজিতার হাতে উঠতে পারে ভবিষ্যৎ ছাত্র পরিষদের ব্যাটন। তিনিই হতে পারেন পরবর্তী ছাত্র পরিষদ সভানেত্রী।

[আরও পড়ুন: সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ! পঞ্চায়েতে খুনোখুনির রাজনীতিতে তোপ মমতার][আরও পড়ুন: সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ! পঞ্চায়েতে খুনোখুনির রাজনীতিতে তোপ মমতার]

শিক্ষামন্ত্রীর গুডবুকে সেই নাম

শিক্ষামন্ত্রীর গুডবুকে সেই নাম

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বা সভানেত্রী হিসেবে অনেকের নামই ভেসে বেড়াচ্ছিল জয়ার অপসারণের পর। কিন্তু তার মধ্যে লগ্নজিতার নাম একটু বেশি করেই আলোচিত হচ্ছিল। তারপর লগ্নজিতা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুড-বুকে রয়েছেন। আর এখন তো মুখ্যমন্ত্রীর মুখেও তাঁর নাম। ফলে লগ্নজিতার ছাত্রপরিষদের ব্যাটন পাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

কে এই লগ্নজিতা

কে এই লগ্নজিতা

লগ্নজিতা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই তাঁর উত্থান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারিও ছিলেন লগ্নজিতা। এহেন ছাত্র-নেত্রীকেই দেখা যেতে পারে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষপদে। সেই সম্ভাবনা ক্রমশই উজ্জ্বল হচ্ছে।

English summary
CM Mamata Banerjee mention only name of Lagnagita Chakraborty. She has possibility to be state president of TMCP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X