For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নয়নের শরিক হবেন অভিজিৎ এবং তাঁর মা নির্মলা! নোবেল জয়ীর পরিবারের সঙ্গে দেখা করার পর ঘোষণ মমতার

রাজ্যের উন্নয়নে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর মায়ের সাহায্যও নেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের উন্নয়নে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর মায়ের সাহায্যও নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বালিগঞ্জ সার্কুলার রোডে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মায়ের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা-ও একজন অর্থনীতির গবেষক। মুখ্যমন্ত্রী এদিন সৌজন্য-এ মন্ত্রিসভার বৈঠক করেন। তারপরেই পৌঁছে যান বালিগঞ্জ সার্কুলার রোডে।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী

বিকেল ৪.৫৫ নাগাদ মুখ্যমন্ত্রী পৌঁছে যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়দের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। অভিজিতের মা ও প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘক্ষণ করা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গান গেয়ে শোনান। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙঅগে ছিলেন প্রতিবেশী জয়া চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরীরাও। রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন প্রায় ৪০ মিনিট।

 রাজ্যের উন্নয়নে অভিজিতের পরামর্শ

রাজ্যের উন্নয়নে অভিজিতের পরামর্শ

মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের উন্নয়নে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান পরামর্শ নেওয়া হবে। ভবিষ্যতে যখন যেভাবে পারা যাবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কলকাতায় আসলে, তাঁর সময় অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রকল্পে তাঁকে সামিল করা হবে। মুখ্যমন্ত্রী জানান, গ্রামোন্নয়ন, কৃষি এবং শিক্ষার বিভিন্ন প্রকল্পকে আরও ভালভাবে রূপায়ণ করতে তাঁর সঙ্গে আলোচনা করবেন তিনি।

 রাজ্যের উন্নয়নের শরিক করা হবে অভিজিতের মা-কেও

রাজ্যের উন্নয়নের শরিক করা হবে অভিজিতের মা-কেও

মুখ্যমন্ত্রী এও জানান অর্থনীতির গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কেও রাজ্যের বিভিন্ন প্রকল্পের শরিক করা হবে। মূলত কৃষি সংক্রান্ত প্রকল্পগুলিতে নির্মলা বন্দ্যোপাধ্যায়কে যোগদানের আহ্বান জানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিজিতের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ মমতার

অভিজিতের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ মমতার

পরিবার সূত্রে খবর, চলতি মাসেই কলকাতায় আসছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে চান বলে নির্মলা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন।

 প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সদস্য ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সদস্য ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

২০১১ সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন বর্তমানের নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

English summary
CM Mamata Banerjee meet Nobel Laureate's mother at Ballygunge. She invited her to join state govt's projects.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X