For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ লক্ষ ৮৪ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব, মউ ৮৬ টি! শিল্পপতিদের শুভেচ্ছা বার্তা মমতার

এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সব মিলিয়ে ৮৪ হাজার কোটির বিনিয়োগ এসেছে। মউ সাক্ষর হয়েছে ৮৬ টি। বিশ্ব বঙ্গ সম্মেলনের শেষ দিনেনিজের ভাষণে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সব মিলিয়ে ২ লক্ষ ৮৪ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। মউ সাক্ষর হয়েছে ৮৬ টি। বিশ্ব বঙ্গ সম্মেলনের শেষ দিনে নিজের ভাষণে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিনিয়োগ প্রস্তাব কার্যকর হলে ৮ থেকে ১০ লক্ষ কর্মসংস্থান হতে পারে।

২ লক্ষ ৮৪ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব, মউ ৮৬ টি! শিল্পপতিদের শুভেচ্ছা বার্তা মমতার

রাজারহাটে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন শুক্রবার। সেখানে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বেকারি কমেছে ৪০ শতাংশ। একইসঙ্গে ৩৬ টি দেশের প্রায় ৪ হাজার শিল্পপতির সামনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ধর্মঘটের অনুমতি নেই। ফলে রাজ্যে শ্রমদিবসও নষ্ট হয় না। তিনি বলেন শ্রমিকরা হল রাজ্যের সম্পদ। মুখ্যমন্ত্রী বলেন জয় তাঁদের হবেই। আমন্ত্রিত শিল্পপতিদের মুখ্যমন্ত্রী আহ্বান রাজ্যে আবার আসবেন। আনবেন পরিবারের সদস্যদের।

বিশ্ব বঙ্গ সম্মেলনের প্রথম দিনে মুখ্যমন্ত্রীর মুখে চলে এসেছিল রাজনীতির প্রসঙ্গ। সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেনন, কেন্দ্রের সঙ্গে সমস্যার কারণে যেসব শিল্পপতি দেশ ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। কেন্দ্রে সরকার বদলের পর সুনির্দিষ্ট শিল্পনীতি তৈরি করা হবে বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শিল্প সমাবেশের প্রথম দিনে মুখ্যমন্ত্রী রাজ্যের সাফল্য তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, ভারত দেশ হিসাবে যেখানে এক বছরে ২ কোটি কর্মসংস্থানের সুযোগ নষ্ট করেছে, সেখানে বাংলায় কর্মসংস্থান না থাকার রেট ৪০ শতাংশ কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি গর্ব করে বলতে পারেন তারা এখন এমএসএমই শিল্পে দেশের এক নম্বর স্থান অধিকার করেছেন। এছাড়াও শিল্পের আরও একাধিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশে এখন এক নম্বর স্থান অধিকার করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন একটা পরিষ্কার জমি অধিগ্রহণ নীতি আছে, তথ্যপ্রযুক্তি ও ভারী শিল্পেও একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ ও নীতি রয়েছে। বাংলা মানে বিজনেস এবং বাংলার শিল্প মানসিকতা এখন বদল হয়েছে, বাম আমলে যে শিল্প বিরোধিতা হয়েছিল, এখন সেখান থেকে বেরিয়ে আসা গিয়েছে, শিল্প রাজ্যের প্রতিশ্রুতি, এটা তিনি গর্ব করে বলতে পারেন। মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।

English summary
CM Mamata Banerjee invites industrialist with their family members in Kolkata from Bengal Business Summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X