For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে প্রথম অ্যানিমেশন স্কুল! কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী মমতা

রাজ্যের নবীন প্রজন্মের জন্য অ্যানিমেশন স্কুল খুলছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিধাননগর শিল্পতালুকে এই স্কুল চালু করা হচ্ছে।

Google Oneindia Bengali News

রাজ্যের নবীন প্রজন্মের জন্য অ্যানিমেশন স্কুল খুলছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিধাননগর শিল্পতালুকে এই স্কুল চালু করা হচ্ছে। এই স্কুলে স্বল্প খরচে অ্যানিমেশন শেখানো হবে। সরকার লক্ষ্যমাত্রা রেখেছে ২০২২ সালের মধ্যে সারা দেশে অ্যানিমেশনের মাধ্যমে কয়েক লক্ষ কর্মসংস্থান হবে।

রাজ্যে প্রথম অ্যানিমেশন স্কুল! কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্যোগী মমতা

এই সম্ভাবনার দিকে চেয়ে রাজ্যের নবীন প্রজন্মের জন্য এই পরিষেবার দুয়ার খুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই স্কুলে ন্যূনতম খরচে অ্যানিমেশন শেখানোর জন্য রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর ডিকিউই সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। এই স্কুলে পড়াশোনা থেকে পরিকাঠামো গড়ে তোলার কাজ করবে ওয়েবেল। আর শিক্ষাগত মানোন্নয়নের বিষয়টি দেখবে জিইকিউ সংস্থা।

ডিকিউই সংস্থার শিক্ষকরা বিধাননগরের স্কুলে গিয়ে অ্যানিমেশন শিক্ষা দেবেন। বিধাননগর শিল্পতালুকের টেকনোপলিস ভবনের পাশেই গড়ে তোলা হয়েছে দ্য ওয়েবল ডিইকিউ অ্যানিমেশ অ্যাকাডেমি। এক বছরের প্রাথমিক কোর্সের জন্য প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই কোর্স পাস করা ছাত্রছাত্রীদের কাছে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে সরকারি চাকরির সুযোগ থাকছে।

উচ্চমাধ্যমিক পাস করার পর তিন বছরের ডিগ্রি কোর্স না করে অনেক ছাত্রছাত্রীই কর্মসংস্থানমুখী কোনও শিক্ষার পথ বেছে নেন। সেই তালিকায় এই অ্যানিমেশন শিক্ষা নবতম সংযোজন। এটাও এক বছরের কোর্স। এবং ডিগ্রি কোর্স হিসেবেই গণ্য হবে। সেই সঙ্গে পাওয়া যাবে সরকারি শংসাপত্র। এই শংসাপত্রের উপর ভিত্তি করেই সরকারি চাকরির সুযোগ মিলবে।

English summary
CM Mamata Banerjee initiates to build animation school at Bidhannagar. It will be the first school of animation in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X