For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের মেয়েদের মুখ্যমন্ত্রীর নয়া উপহার 'কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়'

মঙ্গলবার মুখ্যমন্ত্রী অন্যতম স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী উপলক্ষ্যে কন্যাশ্রী দিবস পালন করা হয়েছে। এদিন পাঁচ বছর পূর্ণ করল প্রকল্পটি।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার মুখ্যমন্ত্রী অন্যতম স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী উপলক্ষ্যে কন্যাশ্রী দিবস পালন করা হয়েছে। এদিন পাঁচ বছর পূর্ণ করল প্রকল্পটি। মূল উদ্দেশ্য এই প্রকল্পের কথা আরও ভালোভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া ও একইসঙ্গে সরকারের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। একইসঙ্গে এদিন ঘোষণা হয়েছে যে রাজ্যের সব জায়গার মেয়েরাই কন্যাশ্রীর আওতায় পড়বেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় গড়ার কথাও জানিয়েছেন।

রাজ্যের মেয়েদের নয়া উপহার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

কন্যাশ্রী প্রকল্পের সাফল্যকে এদিন সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশা, কন্যাশ্রীর গৌরব বাংলা ছাড়িয়ে সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

রাজ্য সরকার এই প্রকল্প চালু করার ফলে মেয়েদের মধ্যে স্কুলছুটের সংখ্যা কমেছে। এই সংখ্যাকে আরও নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনে ৫০ লক্ষ মেয়েকে সদস্যপদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রীদেরও প্রকল্পের আওতায় আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী ভালো করে চালাতে গেলে অন্তত ২০০ কোটি টাকা প্রয়োজন। তবে সেসবের পরোয়া না করেই রাজ্য ঝাঁপিয়েছে। রাজ্যের মেয়েরা যাতে উচ্চশিক্ষা নিয়ে বিশেষ ভাবিত না হয় সেজন্য সরকার বিশ্ববিদ্যালয় তৈরি করবে। স্কুল, কলেজের পড়াশোনার পরে রাজ্যের কন্যাশ্রীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে।

পাশাপাশি রাজ্যের যুবক-যুবতীরা যাতে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারেন সেজন্যও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া রাজ্যের মেয়েদের স্বনির্ভর করে বাংলার মানোন্নয়ন অন্যতম স্বপ্ন বলে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন।

English summary
CM Mamata Banerjee has announced to setting up of new Kanyashree University
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X