For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদ কাণ্ডকে গুরুত্বে নারাজ মমতা! বিচারাধীন বিষয়, বললেন মুখ্যমন্ত্রী

নারদা তদন্তকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, স্টিং অপারেশনে টাকা দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নারদা তদন্তকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, স্টিং অপারেশনে টাকা দেওয়া হয়েছে। তিনি বিচারবিভাগকে সম্মান করেন। আর বিষয়টি বিচারাধীন রয়েছে। কেন এর ওপর মন্তব্য করা হচ্ছে। আদালত অবমাননার মামলা করতে পারেন যে কেউ, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

নারদ কাণ্ডকে গুরুত্বে নারাজ মমতা! বিচারাধীন বিষয়, বললেন তৃণমূল নেত্রী

লোকসভা ভোটের আগে সারদার পর এবার নারদ নিয়েও তৎপরতা সিবিআই-এর। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে জরুরিভিত্তিতে তলব করেছেন সিবিআই-এর নতুন ডিরেক্টর ঋষিকুমার শুক্লা। রিপোর্ট-সহ শুক্রবারই দিল্লি গিয়েছেন রঞ্জিত কুমার, এর প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে।

গত মাস দুয়েকের মধ্যে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়কে জেরা করেছিল ইডি। কিন্তু সিবিআই যে বিষয়টি নিয়ে তদন্ত করছে, তার খবর পাওয়া যায়নি অনেকদিন।

গতবছর একুশে জুলাইয়ের আগে কলকাতায় নারদ মামলায় তদন্তকারী অফিসার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। ছিলেন তদন্তকারী অফিসার রঞ্জিত সিংও। দ্রুত তদন্ত শেষ করার ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন রাকেশ আস্থানা। তদন্তে কোথায় কোথায় বাধা তৈরি হচ্ছে, তাও জানাতে বলেছিলেন।

২০১৬-র লোকসভা ভোটের আগে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল তৃণমূলে প্রথম সারির অনেক নেতানেত্রী ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিচ্ছেন। এর পর থেকে একাধিকবার কলকাতায় সিবিআই ও ইডির ডাকে ম্যাথু হাজিরা দিলেও অভিযুক্তরা রয়েছেন বহাল তবিয়তেই।

English summary
CM Mamata Banerjee Dixcerning the importance on Narad issue which CBI is investigating
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X