For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁরা মাটির মানুষ! দেউচা নিয়ে মমতা ওড়ালেন বিজেপি সাংসদের অভিযোগ

দেউচা পাচামি কোল ব্লক নিয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে বেরনোর পর তাঁকে বিষয়টি নিয়েপ্রশ্ন করা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

দেউচা পাচামি কোল ব্লক নিয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে বেরনোর পর তাঁকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বলেন পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সব অনুমতি পেলেই তবে কাজ শুরু করা হবে বলেও জানিয়ে দেন তিনি।

তাঁরা মাটির মানুষ! দেউচা নিয়ে মমতা ওড়ালেন বিজেপি সাংসদের অভিযোগ

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পুজোর পর দেউচা-পাচামির কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। আর এদিন সকালেই দেউচা পাচামি কোল ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। মূলে রয়েছে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের একটি চিঠি। সেখানে তিনি এই প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়। দুপাতার চিঠিতে স্বপন দাশগুপ্ত উল্লেখ করেছেন, প্রকল্পটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রকল্প চালু হলে, তার পরিবেশগত কিংবা সামাজিক প্রভাব কী হবে, তা এখনও খতিয়ে দেখা হয়নি বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি জায়গাটি আদিবাসী প্রধান। স্থানীয় আদিবাসীরা এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই প্রকল্পে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের জন্য কোনও পুনর্বাসন নীতিও তৈরি হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

[ দেউচায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ! মমতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদের][ দেউচায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ! মমতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিজেপি সাংসদের]

এদিন অমিত শাহের সঙ্গে বৈঠক করে বেরনোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা মাটির মানুষ। প্রকল্পে পর্যাপ্ত পুনর্বাসন দেওয়া হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তোলা যাবতীয় অভিযোগও তিনি উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, সব অনুমতি পেলেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে।

 [সিবিআই-এর সামনে রাজীব কুমার পড়লে কোন পরিস্থিতি, জানালেন কৈলাস] [সিবিআই-এর সামনে রাজীব কুমার পড়লে কোন পরিস্থিতি, জানালেন কৈলাস]

English summary
CM Mamata Banerjee dismisses the complaint of BJP MP Swapan Dasgupta on Deucha Panchachami. BJP MP Swapan Dasgupta writes a letter to PM for not to attend Mamata's invitation on Deucha Panchachami. On wednesdayMamata Banerjee invited PM at the inauguration programme of Deucha Panchachami coal block in Birbhum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X