For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ, নতুন ব্রিজের রূপরেখা দিয়ে দায়ও মানলেন মমতা

মাঝেরহাটে পুরনো ব্রিজ ভেঙে ফেলে ওই জায়গায় নতুন ব্রিজ হবে। এক বছরের মধ্যেই নতুন ব্রিজ গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাঝেরহাটের ভাঙা ব্রিজ আর মেরামত করা হবে না। পুরনো ব্রিজ ভেঙে ফেলে ওই জায়গায় নতুন ব্রিজ হবে। এক বছরের মধ্যেই নতুন ব্রিজ গড়ে তোলা হবে বলে তিনি জানান। সেইসঙ্গে তিনি বলেন, ব্রিজ বিপর্যয়ের জন্য পূর্ত দফতর দায় এড়াতে পারে না।

ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ, নতুন ব্রিজের রূপরেখা দিয়ে দায়ও মানলেন মমতা

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাঝেরহাট ব্রিজ বিপর্যয় কাণ্ডে তিনি তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন। এখনও তদন্ত শেষ হয়ে যায়নি, তদন্ত চলছে আরও। তবে এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী ব্রিজ বিপর্যয়ের জন্য পূর্ত দফতর দায় এড়াতে পারে না। তার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষও সমান দায়ী। কেননা মেট্রোর কাজের জন্য যে ভাইব্রেশন হয়েছে, তাতে ৫৪ বছরের পুরনো ব্রিজের ক্ষতি হয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।

মমতার কথায়, মাঝেরহাট ব্রিজ দীর্ঘদিনের। এবং শহরের গুরুত্বপূর্ণ ব্রিজ। অনেক ভার নিতে হয়। তাই আরও রক্ষণাবেক্ষণ জরুরি ছিল। নিজের সরকারের পূর্ত দফতরের গাফিলতির বিষয়টি, তিনি কার্যত স্বীকার করে নেন। দায় স্বীকার করেও তিনি জানান, মেট্রোর কাজের জন্য ক্ষতি হয়েছে। পুরো ব্যাপারটিতে আরও তদন্ত চালানো হচ্ছে।

তবে ব্রিজটি ভেঙে ফেলে নতুন ব্রিজ করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এক বছরের মধ্যেই মানুষ নতুন ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবেন। ওই অংশে মাঝেরহাট ব্রিজের বাকি অংশ ভেঙে ফেলা হবে। এখন বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত চলবে। নতুন বিকল্প রাস্তা বের করার চেষ্টা চলছে। আরও দু-একটা রাস্তা বের করার কাজ চলছে। একইসঙ্গে খুব শীঘ্রই নতুন ব্রিজের কাজও শুরু হয়ে যাবে।

ভেঙে ফেলা হবে মাঝেরহাট ব্রিজ, নতুন ব্রিজের রূপরেখা দিয়ে দায়ও মানলেন মমতা

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মঝেরহাট ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্রিজের উপরে থাকা গাড়ি নিয়ে খালের পাশে ভেঘে পড়ে ব্রিজটি। তিনজনের মৃত্যু হয়। জখম হন জনা ২০ মানুষ। এদিন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে আসার পর মুখ্যমন্ত্রী বলেন, ব্রিজের বাকি অংশটাও ভেঙে ফেলা হবে।

মুখ্যমন্ত্রী এদিন মেট্রোর কাজ বন্ধ রাখা নিয়েও মুখ খোলেন। তিনি স্পষ্টতই বলেন, সাতদিনের জন্য মেট্রোর কাজ বন্ধ রাখা হয়েছে তদন্তের জন্য। এবং বন্ধ রাখা হয়েছে শুধু মাঝেরহাট পয়েন্টে। কিন্তু কোনও কোনও সংবাদমাধ্যম মিথ্যা প্রচার করছে, মুখ্যমন্ত্রী কাজ বন্ধ করে দিলেন মেট্রোর। মুখ্যমন্ত্রী বলেন, সবকিছুরই একটা লিমিট আছে। আমি আমার শুরু করা কাজ কেন বন্ধ করব, প্রশ্ন তোলেন তিনি।

[আরও পড়ুন: মালিয়া ইস্যুতে অরুণ জেটলিকে 'সাপ' বলে কটাক্ষ আর এক মোদীর][আরও পড়ুন: মালিয়া ইস্যুতে অরুণ জেটলিকে 'সাপ' বলে কটাক্ষ আর এক মোদীর]

মুখ্যমন্ত্রী এদিন কয়েকটি প্রস্তাবনা দিয়ে জানান, ফাইল চালাচালি করে সময় নষ্ট করা যাবে না। তিনি বলেন, বিকল্প রাস্তার জন্য লেভেল ক্রসিং করবে রাজ্য। আমরা রেলকে বলেছি করে দিতে। লেভেল ক্রসিংয়ের টাকা রাজ্য দেবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ওই জায়গা দিয়ে যাতে বাস চালানো যায়, তার ব্যবস্থা করতে চাইছেন তিনি। ভারী লরিগুলি ঘুরিয়ে দেওয়া হবে তারাতলা দিয়ে। তারপর সামনে পুজো এবং গঙ্গাসাগর মেলাও রয়েছে। তাই বিকল্প রাস্তায় তৈরিতে আরও বেশি তৎপরতা আনার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: 'নতুন' সিদ্ধান্তের পথে ভারতীয় রেল! এই বিষয়ে মুক্তি পাওয়ার আশা যাত্রীদের][আরও পড়ুন: 'নতুন' সিদ্ধান্তের পথে ভারতীয় রেল! এই বিষয়ে মুক্তি পাওয়ার আশা যাত্রীদের]

[আরও পড়ুন:রং বদলাচ্ছে রাজ্য পুলিশ! ২০১৯-এর আগে মমতার নতুন উদ্যোগ][আরও পড়ুন:রং বদলাচ্ছে রাজ্য পুলিশ! ২০১৯-এর আগে মমতার নতুন উদ্যোগ]

English summary
CM Mamata Banerjee decides to build new Bridge at Majherhat. She also admits the responsibility for bridge collapse,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X