For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কতদিন চলবে মোদী-বিরোধী ধর্না, মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে স্পষ্ট করলেন মমতা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্নার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নার পর মমতা সাফ করে দিলেন এই ধর্নার মেয়াদ।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্নার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর ধর্নার পর মমতা সাফ করে দিলেন এই ধর্না সিবিআইয়ের বিরুদ্ধে নয়, এই ধর্না মোদী সরকারের বিরুদ্ধে। অনির্দিষ্টকালীন এই ধরনা চলবে ৮ ফেব্রুয়ারির পরও।

মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধর্না মঞ্চ থেকে স্পষ্ট করে দেন, ৯ ফেব্রুয়ারি থেকে পরীক্ষায় জন্য কোনও মাইক ব্যবহার করা হবে না। ধর্না চলাকালীন অন্য কোথাও কোনও কর্মসূচিও নেওয়া হবে না। সরকার ও দলের সমস্ত কর্মসূচিও বাতিল করা হবে না। শুধুমাত্র হুগলিতে একটি কর্মসূচিতে তাঁর যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরে করা হবে।

একার আন্দোলন নয়

একার আন্দোলন নয়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করে দেন, এই আন্দোলন তাঁর একার নয়, সারা দেশ থেকে এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে। যাঁরা গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোয় বিশ্বাস করেন, তাঁরাই এই আন্দোলন সমর্থন করবেন। সবাই তাই তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

[আরও পড়ুন:মমতা বনাম সিবিআই! ট্রোল-মিম, মশকরায় ব্যস্ত সোশ্যাল মিডিয়া ][আরও পড়ুন:মমতা বনাম সিবিআই! ট্রোল-মিম, মশকরায় ব্যস্ত সোশ্যাল মিডিয়া ]

ধর্নামঞ্চ থেকে মন্ত্রিসভা

ধর্নামঞ্চ থেকে মন্ত্রিসভা

রবিবার পৌনে নটা থেকে তিনি ধর্না শুরু করেন মেট্রো চ্যানেলের সামনে। পিছনেই রয়েছে কলকাতা পুলিশের একটি আউটপোস্ট। সেখান থেকেই তিনি মন্ত্রিসভা পরিচালনা করেন। ক্যাবিনেট বৈঠক করেন তিনি। আধঘণ্টার বৈঠকে মূলত বাজেট নিয়ে আলোচনা হয়।

[আরও পড়ুন:মদন-কুণালকে ছেড়ে কেন পুলিশের জন্য ধরনায় মমতা! খোলা আক্রমণে বিজেপি ][আরও পড়ুন:মদন-কুণালকে ছেড়ে কেন পুলিশের জন্য ধরনায় মমতা! খোলা আক্রমণে বিজেপি ]

কৃষক সমাবেশ-পুলিশ সম্মাননাও

কৃষক সমাবেশ-পুলিশ সম্মাননাও

এই ধর্না মঞ্চে থেকে শুরু ক্যাবিনেট বৈঠকইই তিনি করেননি, জরুরি ফাইলে সই যেমন করেন, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কৃষক সমাবেশে। তিনি বলেন, নোট বাতিলের ফলে কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার। এমনকী পুলিশকে সম্মাননা প্রদান করা হয় ধর্না মঞ্চ থেকে।

[আরও পড়ুন:মমতার সঙ্গে গর্জে উঠল মোদী বিরোধীরা! 'সংবিধান রক্ষা'র লড়াইয়ে দিদি পাশে পেলেন কাদের ][আরও পড়ুন:মমতার সঙ্গে গর্জে উঠল মোদী বিরোধীরা! 'সংবিধান রক্ষা'র লড়াইয়ে দিদি পাশে পেলেন কাদের ]

English summary
CM Mamata Banerjee clears how many days will run this dharna. She does cabinet meeting, farmers rally and police medal program from dharna-stage at Metro Chanel of Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X