For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এও বাংলায় সরকার হবে মা মাটি মানুষেরই! বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৈরি থাকুন। ২০২১-এ রাজ্যে মা মাটি মানুষের সরকার হবে। সরকার হবে তৃণমূলের। এদিন নেতাজি ইন্ডোরে অধ্যাপকদের সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৈরি থাকুন। ২০২১-এও এ রাজ্যে মা মাটি মানুষের সরকারই মসনদে হবে। সরকার হবে তৃণমূল কংগ্রেসের। এদিন নেতাজি ইন্ডোরে অধ্যাপকদের সভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গর্বের সঙ্গে কাজ করে চলেছে তৃণমূল। তাঁরা ইতিহাস বদলে বিশ্বাসী নন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে, ২০২১-কে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই ধরনের বার্তা এই প্রথম।

লোকসভা ভোটা ধাক্কা

লোকসভা ভোটা ধাক্কা

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে ২০২১-এর নির্বাচন। বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্য করা হয়। মুকুল রায় থেকে দিলীপ ঘোষ কিংবা কৈলাস বিজয় বর্গীয় দলের কর্মীদের সামনে আসন সংখ্যা দিয়ে বলছেন, কতগুলি আসন তারা পাবেন। মুকুল রায়ের ভবিষ্যদ্বাণী ছিল তৃণমূল ৬০ টির বেশি আসন কোনও ভাবেই পাবে না ২০২১-এর বিধানসভা নির্বাচনে।

বলেছিলেন, অনেক পথ চলা বাকি

বলেছিলেন, অনেক পথ চলা বাকি

এবছরের জুলাইয়ে মমতা বন্দ্যোাপাধ্যায় বলেছিলেন, তিনি ২০২১-এর নির্বাচন নিয়ে ভাবছেন না। কেননা সরকারের সামনে অনেক কাজ আছে। তারা মানুষের কাজ করছেন, অনেক পথ চলা বাকি আছে।

চ্যালেঞ্জ ২০২১-এ

চ্যালেঞ্জ ২০২১-এ

২০২১-এর নির্বাচনে, সেই সময় ৬৭ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চেপেছে বিজেপির বিজয় রথ আটকানোর দায়। সেই জন্য প্রশান্ত কিশোরের মত ভোট গুরুকে কোটি কোটি টাকা খরচ করে নিয়োগ করেছে তৃণমূল। ২০১৬ এবং ২০১৯-তে তৃণমূলের ভোটের হার যথাক্রমে ৪৫.৭১ এবং ৪৩.২৯। অন্যদিকে এবার বিজেপির ভোটের হার বেড়ে পৌঁছে গিয়েছে ৪০.২২ শতাংশে।

সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে অনুব্রত

সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে অনুব্রত

তৃণমূলের তরফ থেকে এই ধরনের কোনও কথা এতদিন শোনা যায়নি। কিন্তু দিন দুয়ের আগে মহম্মদ বাজারে বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ২০২১-এর নির্বাচনে তৃণমূল ২৩০ টি আসন দখল করবে।

<strong>অধ্যাপকদের জন্য বেতন বৃদ্ধির সুখবর মমতার! জানালেন ইউজিসি হারে বেতন নির্ধারণ</strong>অধ্যাপকদের জন্য বেতন বৃদ্ধির সুখবর মমতার! জানালেন ইউজিসি হারে বেতন নির্ধারণ

English summary
CM Mamata Banerjee claims 2021's Govt will be of TMC's. She said, Maa Mati Manush will form the Govt in 2021. She claims it at Netaji Indore Stadium.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X