For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য মন্ত্রিসভায় চার নতুন মুখ! লোকসভার অঙ্কে বড় রদবদলে উদ্যোগী হলেন মমতা

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। নতুন মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসতে চলেছেন চারজন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। নতুন মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসতে চলেছেন চারজন। কিছুদিন ধরেই জল্পনা চলছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ নিয়ে। শেষপর্যন্ত শুধু রদবদল নয়, সম্প্রসারণের পথেও হাঁটলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে চারজন নতুন মুখ আনলেন মন্ত্রিসভায়। শপথ গ্রহণ বৃহস্পতিবার।

চার নতুন মুখ কারা

চার নতুন মুখ কারা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে আসছেন তাপস রায়, সুজিত বসু, নির্মল মাজি ও রত্না ঘোষ। তাঁরা কে কোন দফতর পেতে চলেছে, এখনও চূড়ান্ত হয়নি। তাঁরা ছাড়াও মন্ত্রিসভায় রদবদল হবেন অনেকেই। অনেকের দফতর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শোভনের পদত্যাগেই স্পষ্ট বদল

শোভনের পদত্যাগেই স্পষ্ট বদল

মন্ত্রী-মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পরই রদবদলের ব্যাপারটি স্পষ্ট হয়ে গিয়েছিল। সেইসময়ে ফিরহাদ হাকিমের কাঁধে চাপানো হয়েছিল দমকল ও আবাসন দফতরের দায়িত্ব। তিনি পুর ও নগরোন্নয়ন দফতর সামলাচ্ছিলেনষ। তারপর কলকাতার মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে তাঁর ভার লাঘব করতে হবে। এছাড়া অনেকের ভারই লাঘব করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী।

শপথের পরই দফতর বণ্টন

শপথের পরই দফতর বণ্টন

বৃহস্পতিবার রাজভবনে চার নতুন মন্ত্রীর শপথ গ্রহণণের পরই স্পষ্ট হয়ে যাবে কে কোন দফতরে আসতে চলেছেন। শুধু শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগই নয়, এরই মধ্যে প্র্য়াত হয়েছেন ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি। ফলে তাঁর পদও খালি রয়েছে। চারজন নতুন মুখকে এনে মুখ্যমন্ত্রী সমস্ত ফাঁক পূরণ করে নিতে চাইছেন লোকসভা ভোটের আগে।

[আরও পড়ুন:মমতার ‘কথা' রাহুলকে জানাবেন সোমেন! লোকসভার লড়াইয়ে বঙ্গে কোন পথে কংগ্রেস][আরও পড়ুন:মমতার ‘কথা' রাহুলকে জানাবেন সোমেন! লোকসভার লড়াইয়ে বঙ্গে কোন পথে কংগ্রেস]

আগেও রদবদল, আবারও

আগেও রদবদল, আবারও

এর আগেও একাধিকবার মন্ত্রিসভার রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের কাছ তেকে পরিবেশ দফতর নিয়ে তিনি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। এছাড়া রাজীব বন্দ্যোপাধ্যায়, সৌমেন মহাপাত্র, সুব্রত মুখোপাধ্যায়দের মধ্যেও দফতর অদলবদল হয়েছিল। ফের মন্ত্রিসভা বড়সড় রদবদলের মুখে।

[আরও পড়ুন: নজরে লোকসভা! রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদলের পথে মমতা][আরও পড়ুন: নজরে লোকসভা! রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদলের পথে মমতা]

English summary
CM Mamata Banerjee brings four new faces in her cabinet. She will reshuffle very soon after four minister swearing ceremony,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X