For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জমিদারি নাকি যে বাস ভাঙছে, মিলান থেকে সাবধান করলেন মমতা

বাংলা বিজেপির জমিদারি নয় যে, বাস ভাঙচুর করবে। মিলান থেকে বাংলার বিজেপিকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বাংলা বিজেপির জমিদারি নয় যে, বাস ভাঙচুর করবে। মিলান থেকে বাংলার বিজেপিকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বাংলার মানুষ বনধ ব্যর্থ করে দিয়েছেন। বিজেপির সস্তার রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছে বাংলা। মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা বনধ চান না।

বিজেপির জমিদারি নাকি যে বাস ভাঙছে, মিলান থেকে সাবধান করলেন মমতা

মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানায় বলেন, নিজেরাই খুন করছে, নিজেরাই বন্দুক-গুলি আমদানি করছে, আবার নিজেরাই বনধ ডেকে অশান্ত করছে বাংলাকে। বাসে আগুন লাগাচ্ছে। এসবের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্ধ্যাত্বক বনধকে ব্যর্থ করে দিয়েছেন মানুষ, বিজেপি তাই রাস্তায় নেমে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে।

তাঁর স্থির বিশ্বাস, বাংলার মানুষ বিজেপির সমস্ত চক্রান্ত রুখে দেবে। আজ যেভাবে বাংলার মানুষ বিজেপির বনধকে ব্যর্থ করেছ, সেইভাবেই বিজেপির যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দেবে বাংলা। উল্লেখ্য, এদিন দিনভর রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জোর করে যাত্রীদের নামিয়ে, রোগীদের নামিয়ে গাড়িতে আগুন লাগানো হয়েছে। আবার জোর করে দোকানপাট বন্ধ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমি মিলানে বসেই সমস্ত খবর রাখছি। আমার কাছে খবর এসেছে সরকারি সমস্ত দফতরে স্বাভাবিকের থেকেও বেশি উপস্থিতি রয়েছে। সমস্ত কাজকর্ম স্বাভাবিক চলেছে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান- সমস্তই উপস্থিতি ছিল স্বাভাবিক। এ জন্য মানুষকে ধন্যবাদ। রাজ্য সরকারের আবেদবনে সাড়া দেওয়ার জন্য নয়, এই ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য ধন্যবাদ। বাংলার বুকে আর কর্মনাশা বনধ করা হবে না। আমরা এই সিদ্ধান্ত অনড় ছিলাম, আছি, থাকব।

English summary
CM Mamata Banerjee bewares BJP for burning Bus and Car in Strike. She says Bengal’s people have failed the Bangla Bandh of BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X