For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মাদার’কেও রেয়াত করছে না বিজেপি, শিশুপাচার-কাণ্ডে সন্ন্যাসিনী গ্রেফতারে সরব মমতা

মিশনারিজ অফ চ্যারিটির সংস্থা ‘নির্মল হৃদয়’ থেকে শিশু পাচারের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

মিশনারিজ অফ চ্যারিটির সংস্থা 'নির্মল হৃদয়' থেকে শিশু পাচারের ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে জানালেন বিজেপি এখন রেয়াত করছে না 'মাদার'কেও। সেই কারণে নির্মল হৃদয় থেকে শিশু পাচার হচ্ছে বলে নোংরা অভিযোগ তুলে কালিমালিপ্ত করা হল 'মাদার'কেও।

‘মাদার’কেও রেয়াত করছে না বিজেপি, শিশুপাচার-কাণ্ডে সন্ন্যাসিনী গ্রেফতারে সরব মমতা

একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, 'মাদার' টেরেজার প্রতিষ্ঠিত এই সংস্থার বিরুদ্ধে শিশু পাচার-কাণ্ডে বিজেপির সমালোচনা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারানম ইয়েচুরিও। তিনি জানিয়েছেন, এই ধরনের অভিযোগ অবিশ্বাস্য। অভিযোগ যখন উঠেছে প্রশাসন তদন্ত করুক, কিন্তু তদন্তের নামে কোনও সন্নাসিনীকে যেন হয়রানি করা না হয়।

রাঁচির পুলিশ সুপার জানিয়েছেন ধৃত সন্ন্যাসিনী স্বীকার করেছেন শিশু পাচারের ঘটনা। সন্ন্যাসিনীদের দেওয়া তথ্য অনুযায়ী তিন শিশুর হদিশ মিলেছে বলেও দাবি পুলিশের। চতুর্থ শিশুর খোঁজে তল্লাসি শুরু হয়েছে। ওইসব শিশুদের মোটা অঙ্কের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, দুই শিশুকে বাইরেও গ্রেফতার করা হয়েছে। তবে মোট কতজন শিশু পাচার করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

[আরও পডৃ়ুন:রাজ্য সফরে প্রধানমন্ত্রী! এই কারণে স্বাগত জানাতে নেই রাজ্যের কোনও মন্ত্রী][আরও পডৃ়ুন:রাজ্য সফরে প্রধানমন্ত্রী! এই কারণে স্বাগত জানাতে নেই রাজ্যের কোনও মন্ত্রী]

বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন, এইসব পুরোটাই চক্রান্ত। নির্মল হৃদয়ের সদর অফিস কলকাতায়। 'মাদারে'র সংস্থাকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত করা হয়েছে। বিজেপি এখন 'মাদার'কেও রেয়াত করছে না। রাঁচিতে মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীদের বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ ওঠায় প্রশাসনের সমালোচনা করেন সীতারাম ইয়েচুরি-সহ অন্যদলের নেতৃত্ব।

English summary
CM Mamata Banerjee attacks to BJP on Nun arrest in child trafficking issue. Mamata Banerjee writes on twitter that it is a political conspiracy by BJP, ‘
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X