For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবরের পর সুখবর! এবার নিম্ন মধ্যবিত্তদের জন্য মমতার সরকার নিয়ে এল ‘নিজশ্রী’

একদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের নতুন এক সুখবর দিল তৃণমূল সরকার।

  • |
Google Oneindia Bengali News

একদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের নতুন এক সুখবর দিল তৃণমূল সরকার। এবার রাজ্যের নিম্ন মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কম দামে এই ফ্ল্যাটগুলি দেওয়া হবে নিম্ন মধ্যবিত্তদের। নিজের বাড়ির স্বপ্নপূরণ করতেই এই উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রীর। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে নিজশ্রী।

সুখবরের পর সুখবর! এবার নিম্ন মধ্যবিত্তদের জন্য মমতার সরকার নিয়ে এল ‘নিজশ্রী’

বুধবার মন্ত্রিসভার বৈঠকে নিজশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। নিম্নমধ্যবিত্তদের স্বপ্নপূরণের উদ্দেশ্যে সরকারি জমিতে স্বল্প দামে আবাসন তৈরি করা হবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সংবাদিক বৈঠক করে জানান, যাঁদের বেতন ১৫ হাজারের মধ্যে তাঁরা এক কক্ষের ফ্ল্যাট পাবেন। আর যাঁদের বেতন ৩০ হাজারের মধ্যে তাঁরা দুই কক্ষের ফ্ল্যাট পাবেন।

এজন্য পাঁচ তলার আবাসন বানানো হচ্ছে। স্থির হয়েছে, এক কক্ষের ফ্ল্যাটের দাম হবে ৭ লক্ষ ২৮ হাজার টাকা। ৩৭৮ বর্গফুটের ফ্ল্যাট হবে ওইগুলি। আর দুই কক্ষের ফ্ল্যাটগুলি হবে ৫৫৯ বর্গফুটের। তার দাম ৯ লক্ষ ২৬ হাজার টাকা। আবাসন দফতরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করার পর লটারির মাধ্যমে এই আবাসনগুলি বণ্টন করা হবে।

রাজ্য সরকারের আবাসন দফতর ও পুরসভাগুলি এই আবাসন তৈরি করবে। প্রথম পর্যায়ে ৫০ হাজার আবাসন তৈরি হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুই থেকে তিন বছরের মধ্যে এই আবাসন নির্মাণের কাজ কাজ সম্পন্ন হবে। নিম্নমধ্যবিত্তদের জন্য এই প্রকল্প খুবই কার্যকরী। দারিদ্রসীমার নীচে বসবাসকারীরা বাংলার বাড়ি পাচ্ছেন। নিম্নমধ্যবিত্তরা জমি কিনে বাড়ি তৈরি করতে পারে না আবার বেশি দামে ফ্ল্যাট কেনার সাধ্যও নেই তাদের। তাই এই প্রকল্পে তারা নিজের বাড়ি পাবেন স্বল্পমূল্যে।

English summary
CM Mamata Banerjee announces new project for lower middle class. Mamata’s government gives flat them in least amount,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X